Advertisement
Advertisement
Louvre Museum

জনারণ্যে মুখ ঢাকল মোনালিসা! অতিরিক্ত ভিড়ে বন্ধ প্যারিসের লুভর মিউজিয়াম

সোমবার থেকে প্যারিসের বিখ্যাত দর্শনীয় স্থানের দরজা বন্ধ হয়ে গিয়েছে।

Louvre museum in Paris shuts door for the tourists being overcrowd
Published by: Sucheta Sengupta
  • Posted:June 17, 2025 4:05 pm
  • Updated:June 17, 2025 6:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঁটের কোণে একচিলতে হাসি। দৃষ্টিবিভ্রমে সেই হাসি আনন্দের না বিষাদের – সেই তর্কও হয়েছে বিস্তর। ঠিকই ধরেছেন, বলা হচ্ছে দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্র মোনালিসার কথা। প্যারিস গেলে লুভর মিউজিয়ামে রাখা সেই বিশ্বখ্যাত চিত্রশিল্প না দেখে ফিরে এসেছেন, এমন পর্যটক বোধহয় দুটি মেলে না। কিন্তু সেই পর্যটকের ভিড়ই কাল হল! মোনালিসার হাসির মর্মার্থ খুঁজতে নিত্যদিন এত মানুষের সমাগম হচ্ছে, যে ভিড়ের চাপে লুভর মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, সোমবার থেকে প্যারিসের বিখ্যাত দর্শনীয় স্থানের দরজা বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement
Louvre Museum
মোনালিসার তৈলচিত্র।

প্রায় আড়াইশো বছরের প্রাচীন লুভর মিউজিয়াম সংগ্রহশালা হিসেবে যতটা জনপ্রিয়, বিখ্যাত, ফরাসি স্থাপত্য হিসেবেও তার কদর ততটাই। কাচের পিরামিড আকারের মিউজিয়ামে একাধিক নামী শিল্পীর আঁকা ছবি সংরক্ষণ করে রাখা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় লিওনার্দো দ্য ভিঞ্চির কালজয়ী সৃষ্টি ‘মোনালিসা’, যে ছবির গবেষণার বিষয় হল মোনালিসার হাসি। তা দেখতেই রোজ কাতারে কাতারে শিল্পপ্রেমী ভিড় করেন লুভর মিউজিয়ামে। শুধু চিত্রশিল্পীই নন, আমজনতারও আকর্ষণ এই ছবি। সম্প্রতি সেই ভিড় আরও বাড়ছে। মিউজিয়ামের সামনে টিকিট কাউন্টার থেকে প্রবেশদ্বার – সর্বত্র দীর্ঘ লাইন সামলাতে সামলাতে ক্লান্ত কর্মীরা। নিরাপত্তারক্ষীদের উপরও চাপ বাড়ছে। তিতিবিরক্ত হয়ে তাঁরা পুরোদমে কর্মবিরতি শুরু করেছেন। ফলে মিউজিয়ামে আপাতত তালা বন্ধ।

Louvre Museum in Paris
সূর্যাস্তের আলোয় অপূর্ব লুভর মিউজিয়াম।

তথ্য বলছে, লুভর মিউজিয়ামে ফি দিন কমবেশি ৮৭ লক্ষ পর্যটক ভিড় করেন। সমস্যা হচ্ছে, এত ভিড়ে পর্যাপ্ত দাঁড়ানোর জায়গা, বিশ্রামস্থলের অভাব ঘটছে। সবমিলিয়ে আজকের দিনের পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর মতো পরিস্থিতি নেই প্রাচীন মিউজিয়মের আশপাশে। লুভর সংস্কারে ১০ বছর ব্যাপী দীর্ঘ পরিকল্পনায় হাত দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ‘লুভর নিউ রেনেসাঁ’ নামে সেই প্রকল্পের কাজ খুব ধীরে চলছে। ফলে ভিড়ের বিষয়টি নিয়ন্ত্রণের কোনও সুরাহা হয়নি।

লুভর মিউজিয়ামের প্রেসিডেন্ট লরেন্স দে কারস জানিয়েছেন, ভিড়ের চাপে এবং উষ্ণতা বৃদ্ধির কারণে কাচের মিউজিয়ামের কোথাও কোথাও চিড় ধরছে। নষ্ট হচ্ছে বহুমূল্য সব সৃষ্টিকর্ম। তার উপর বিল্ডিংয়ের কিছু অংশ জলে ভিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা কর্মী ও পর্যটক উভয়ের ক্ষেত্রেই বিপজ্জনক হতে পারে। সব দিক খতিয়ে দেখে আপাতত মিউজিয়াম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। তাই এখন প্যারিস সফরে গেলে মোনালিসার হাসি না দেখেই ফিরতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ