Advertisement
Advertisement
Vladimir Putin

‘ভারতীয়রা অত্যন্ত প্রতিভাবান, ও দেশের উন্নতি হবেই’, প্রশংসায় পঞ্চমুখ পুতিন

পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলির চরম নিন্দা করেন পুতিন।

"Let's Look At India: Talented and Driven People", Vladimir Putin on India | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 5, 2022 4:10 pm
  • Updated:November 5, 2022 5:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত তথা ভারতীয়দের তুমুল প্রশংসা রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মুখে। শুক্রবার ছিল রাশিয়ার একতা দিবস (Day of Unity)। সেই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, “ভারতীয়রা প্রতিভাবান, ওঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। ফলে ভবিষ্যতে উন্নত দেশ হিসেবে ভাল ফল হবেই।” এই মঞ্চেই পাশ্চাত্যের দেশগুলির চরম নিন্দা করেন পুতিন।

Advertisement

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War) অব্যাহত। এর মধ্যেই শুক্রবার ছিল রাশিয়ার একতা দিবস। এদিন নিজের ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন পুতিন। রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে ভারতের প্রসঙ্গ টানেন। তখনই ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হন পুতিন। বলেন, “কোনও সন্দেহ নেই, উন্নয়নের নিরিখে ভবিষ্যতে দারুণ ফল করতে চলেছে ভারত।” পুতিনের কথায় “ভারতীয়রা প্রতিভাবান, তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। দেড়শো কোটি জনতা অসামান্য ফল অর্জন করবে, কোন সন্দেহ নেই।”

[আরও পড়ুন: গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে লেলিহান আগুন, জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন]

এদিন নিজের ভাষণে আফ্রিকার উপনিবেশবাদ, ভারতের সম্ভাবনা ও স্বতন্ত্র রুশ সভ্যতা ও সংস্কৃতির কথা তুলে ধরেন পুতিন। তাঁর মতে আফ্রিকার উপরে ডাকাতি চালিয়েছে উপনিবেশের শাসকরা। তাঁর আরও বক্তব্য, ভারতীয়দের ইচ্ছাশক্তি অদম্য। দেশের উন্নতির জন্য দেশবাসীর ইচ্ছা ও নিষ্ঠা থাকা জরুরি। যে গুণ ভারতীয়দের মধ্যে রয়েছে। পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলির সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁর হুঁশিয়ারি, দ্রুত ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হচ্ছে বিশ্বে। পশ্চিমীরা এবার সাম্যের কথা বলতে শুরু করবে। ওরা যেভাবে বিশ্বের ওপর সবকিছু চাপিয়ে দেয়, তা আর চলবে না। আগামী সময়ে রাশিয়া প্রধান শক্তি হিসেবে কাজ করবে।

[আরও পড়ুন: লড়াই করলে মিলবে টাকা! ইউক্রেনে পরিস্থিতি সামাল দিতে টোপ পুতিনের]

এদকে প্রায় দশ মাস ধরে ইউক্রেনে লড়াই করছে রুশ ফৌজ। শুরুর দিকে কিছুটা এগিয়ে থাকলেও ক্রমে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ছে তারা। আমেরিকা ও পশ্চিমের অস্ত্রে বলীয়ান ইউক্রেনীয় ফৌজ প্রায় অসাধ্য সাধন করতে চলেছে। ইতিমধ্যে খারকভ, খেরসন, দোনবাস-সহ বেশ কিছু অঞ্চলে পিছু হঠছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধ করতে চাইছে না সেনাদের অনেকেই। এহেন পরিস্থিতিতে টাকার টোপ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ