Advertisement
Advertisement
Pannun

ফ্লোরিডায় পথ দুর্ঘটনায় মৃত ৩, পাঞ্জাবি ট্রাক চালকের পক্ষ নিয়ে ভারতকে তোপ পান্নুনের

ট্রাক চালক হরজিন্দরের পক্ষ নিয়ে রাজনীতিকরণের চেষ্টা পান্নুনের।

Khalistani Pannun bats for Punjab-origin trucker who killed 3 in America
Published by: Amit Kumar Das
  • Posted:August 27, 2025 3:41 pm
  • Updated:August 27, 2025 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরে থাকার জন্য সর্বদা মরিয়া খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। ফ্লোরিডায় ইউটার্ন নেওয়ার সময় তিন মৃত্যুতে ৪৫ বছরের সাজা হওয়ার সম্ভাবনা ভারতীয় বংশোদ্ভূত পাঞ্জাবি ট্রাক চালক হরজিন্দর সিংয়ের। এই ঘটনায় অদ্ভুত যুক্তিতে ভারতকে দায়ী করে হরজিন্দরের পক্ষে ব্যাট ধরলেন পান্নুন। তাঁর দাবি, ভারতে শিখরা নির্যাতিত, যার জেরেই আমেরিকা চলে এসেছেন ওই যুবক।

Advertisement

মঙ্গলবার সেন্ট লুসি কাউন্টি জেলে গিয়ে হরজিন্দর সিংয়ের সঙ্গে দেখা করেন পান্নুন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাঞ্জাব থেকে আমেরিকা আসা ভারতীয়দের পক্ষ নেন তিনি। পান্নুন বলেন, “তিনজন মানুষ মারা গিয়েছেন। আমাদের সকলের উচিত মৃতদের পরিবারের পাশে থাকা। তবে এখানে হরজিন্দরের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।” অবৈধভাবে ওই ট্রাক চালকের আমেরিকায় প্রবেশের জন্য ভারতকে দায়৯ই করেন পান্নুন। তাঁর অভিযোগ, “২০১৮ সালে ওই যুবক ভারত থেকে আমেরিকায় পালিয়ে এসেছিলেন। কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তাঁর ধর্ম, রাজনৈতিক মতাদর্শের এবং খলিস্তানপন্থী হওয়ার কারণে দেশে নির্যাতনের শিকার হতে পারেন।”

বলার অপেক্ষা রাখে না এহেন মন্তব্যে পান্নুন বোঝাতে চেয়েছেন হরজিন্দর খলিস্তানপন্থী। অবশ্য পান্নুনের এই দাবির কোনও ভিত্তি নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিজেকে খবরে ভাসিয়ে রাখতেই হরজিন্দরকে ব্যবহার করে পান্নুন এই ধরনের ভিত্তিহীন মন্তব্য করছেন বলে অভিযোগ উঠছে। অবশ্য পান্নুনের এমন উদ্ভট দাবি এই প্রথমবার নয়, এর আগেও মহাকুম্ভ এবং রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে হামলার হুমকি দিতে দেখা গিয়েছে পান্নুনকে। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা পান্নুনকে ভারত জঙ্গি ঘোষণা করেছে আগেই।

উল্লেখ্য, ২৮ বছর বয়সি হরজিন্দর পাঞ্জাবের তারন তারান জেলার রাতৌল গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে ট্রাকচালক হিসেবে আমেরিকায় লাইসেন্স ও ভিসা পেয়ে ক্যালিফোর্নিয়া থাকতে শুরু করেন তিনি। গত ১২ আগস্ট ফ্লোরিডায় টার্নপাইকে ট্রাক নিয়ে যাওয়ার সময়, সিগন্যালে ভুল করে ইউটার্ন নিলে পিছন থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ট্রাকে। কার্যত গুঁড়িয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ৩ সওয়ারির। দুর্ঘটনার পর হরজিন্দর ক্যালিফোর্নিয়া চলে যান। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ফ্লোরিডায় নিয়ে আসে। আদালত তাঁর জামিনও খারিজ করে দেয়। মার্কিন আইন অনুযায়ী পথ দুর্ঘটনায় মৃত্যু হলে অভিযুক্তের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হয়। যেহেতু এখানে ৩ জনের মৃত্যু হয়েছে ফলে ৪৫ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা হরজিন্দরের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement