সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার ভারতীয় দূতাবাস গুপ্তচরবৃত্তি করছে! এমনই আজব অভিযোগ এনে দূতাবাস ঘেরাওয়ের ডাক দিল খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস। তারা জানিয়েছে, বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। এদিন যারা দূতাবাসে আসার পরিকল্পনা করছেন, তাঁরা যেন বিরত থাকেন।
সংগঠনটি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘দুই বছর ধরে ভারতীয় ভারতীয় দূতাবাস খলিস্তানিদের উপর গুপ্তচরবৃত্তি করছে। প্রতি মুহূর্তে চালাচ্ছে নজরদারি। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় চরদের ভূমিকা তদন্ত করে দেখা হবে।’ এই বিবৃতির পরই নড়েচড়ে বসেছে দূতাবাস। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা।
বেশ কয়েক বছর ধরেই কানাডার মাটিতে খালিস্তানি চরমপন্থীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। যদিও কানাডা এই বিষয়ে চোখ বন্ধ করে ছিল। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারত সরকারের কূটনৈতিক টানাপোড়েন ও বৈরিতা এখন অতীত। কানাডার নয়া প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খলিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড পরবর্তী কূটনৈতিক বিবাদের পর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের উপর জোর দেন উভয় রাষ্ট্র নেতা। এই পরিস্থিতিতে কার্যত হুমকি দিয়ে কানাডার ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দিল খলিস্তানি সংগঠন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.