সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও হামাসের হাতে বন্দি ৪৯ জন ইজরায়েলি নাগরিক। মনে করা হচ্ছে, এটা খাতায় কলমে হিসেব। ওই পণবন্দিদের মধ্যে বড়জোর ২০ জন বেঁচে আছেন। এই পরিস্থিতিতে এবার সামনে এল এক ভয়ংকর ভিডিও। সেখানে এক বছর চব্বিশের শীর্ণকায় যুবককে দেখা যাচ্ছে। একটা আবদ্ধ টানেলের ভিতরে তিনি মাটি খুঁড়তে খুঁড়তে ধীর গলায় বললেন, ”আমি যা করছি তা নিজের কবর নিজেই খোঁড়া।” এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ভিডিওকে ‘হামাসের চক্রান্ত’ বলে দাবি করছে এভিয়াটের ডেভিড নামে ওই তরুণের পরিবার।
ভিডিওয় দেখা যাচ্ছে অর্ধনগ্ন কঙ্কালসার ডেভিড বলছেন, ”আমি যা করছি তা নিজেই নিজের কবর খোঁড়ার শামিল। আমার শরীরটা রোজই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। সরাসরি নিজের কবরের দিকে হাঁটছি। এই সেই কবর যেখানে আমাকে কবরস্থ করা হবে। মুক্তির সময় পেরিয়ে যাচ্ছে। কমে আসছে আমার বিছানায় আমার পরিবারের সঙ্গে শোওয়ার সম্ভাবনাও।”
How psychopathic is Hamas?
It forced starving hostage Evyatar David to DIG HIS OWN GRAVE for the cameras.
— Eylon Levy (@EylonALevy)
ভিডিওটি মুক্তি পাওয়ার পর ডেভিডের পরিবার একটি বিবৃতি পেশ করেছে, ”প্রচার চালানোর জন্য ইচ্ছাকৃত ভাবে আমাদের ছেলেকে ব্যবহার করা হচ্ছে। এর চেয়ে ভয়ংকর কিছু বিশ্বে কখনও ঘটেছে বলে মনে হয় না। ওকে উপোস থাকতে হচ্ছে হামাসের প্রোপাগান্ডার কারণেই।” ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমণ করেছিল ইজরায়েলে। সেই সময় ১,২১৯ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছিলেন। তাঁদের অধিকাংশই নাগরিক। বহু ইজরায়েলিকে পণবন্দিও করে তারা। তাঁদেরই একজন ডেভিড।
এদিকে রবিবার হামাসের তরফে জানানো হয়েছে, তারা রেড ক্রসের সঙ্গে সহযোগিতা করতে রাজি। গাজায় ত্রাণ পৌঁছে দিতে তারা বাধা দেবে না। তবে শর্তসাপেক্ষে তেল আভিভের সেনাকেও আক্রমণ বন্ধ রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.