Advertisement
Advertisement
Indian woman US

বাড়ি থেকে সম্বন্ধ, বিয়ে করতে আমেরিকায় গিয়ে নিখোঁজ ভারতীয় তরুণী

ওই তরুণী ইংরাজিতে কথা বলতে পারেন না বলেই জানা গিয়েছে।

Indian woman goes missing after arriving US for arranged marriage
Published by: Anwesha Adhikary
  • Posted:June 29, 2025 3:40 pm
  • Updated:June 29, 2025 3:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের জন্য আমেরিকায় গিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ এক ভারতীয় তরুণী। গত বুধবার তাঁকে শেষবার আমেরিকার রাস্তায় দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে ওই তরুণীর খোঁজ মেলেনি। কোথায়, কী অবস্থায় রয়েছেন ওই তরুণী, সেই নিয়েও সংশয়ে স্থানীয় প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, ওই তরুণীর নাম সিমরন সিমরন। বয়স ২৪ বছর। গত ২০ জুন ভারত থেকে নিউ জার্সিতে পাড়ি দিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আমেরিকায় গিয়েছিলেন সিমরন। নিউ জার্সিতে পথে বসানো সিসিটিভি ফুটেজে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে তাঁকে। ফোন হাতে নিয়ে এদিক-ওদিক তাকাচ্ছিলেন, সম্ভবত কারোর জন্য় অপেক্ষা করছিলেন সিমরন।

কিন্তু গত বুধবারের এই সিসিটিভি ফুটেজের পর থেকে সিমরনের আর কোনও খোঁজ নেই। অর্থাৎ ভারত থেকে আমেরিকায় যাওয়ার পর পাঁচদিন তিনি সেদেশে ঘোরাফেরা করেছেন। শেষবার যখন সিমরনকে দেখা যায় তখন তাঁর পরনে ছিল ধূসর রঙের সোয়েটপ্যান্ট, সাদা টিশার্ট, কালো জুতো। কানে হিরে বসানো দুলও ছিল। তারপর থেকে স্থানীয় প্রশাসন, লিন্ডেনউল্ড পুলিশ সকলে তল্লাশি চালালেও সিমরনের খোঁজ মেলেনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়ি থেকে দেখাশোনা করে সিমরনের বিয়ে ঠিক করা হয়েছিল। বিয়ের জন্যই ভারত থেকে আমেরিকায় গিয়েছিলেন তিনি। কিন্তু হাজার চেষ্টা করেও সিমরনের কোনও আত্মীয়ের খোঁজ মেলেনি মার্কিন মুলুকে। এমনকি ভারতেও তাঁর কোনও আত্মীয়ের সন্ধান পাননি তদন্তকারীরা। সিমরন ইংরাজিতে কথা বলতে পারেন না বলেই জানা গিয়েছে। ফলে সন্দেহ বাড়ছে, আদৌ কি বিয়ের জন্য আমেরিকায় গিয়েছিলেন সিমরন? নাকি বিনামূল্যে টিকিট নিয়ে আমেরিকায় ঘুরে বেড়ানোই তাঁর উদ্দেশ্য ছিল?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ