সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে ভেঙে পড়ল ভারতীয় যাত্রীবাহী বিমান। সে দেশের সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে খবর, বাদাখশান প্রদেশে ভেঙে পড়েছে বিমানটি। তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে বিমানটি আদৌও কোনও ভারতীয় সংস্থার কি না তা নিশ্চিত করা যায়নি।
বাদাখশানের তালিবান নিয়ন্ত্রিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান জাবিউল্লাহ আমিরি জানিয়েছেন, বাদাখশান প্রদেশের তোপখানা পর্বতশ্রেণিতে ভেঙে পড়েছে বিমানটি। কুরান-মুনজান ও জিবাক এলাকার ওই পাহাড়ি অঞ্চল অত্যন্ত দুর্গম। সেখানে উদ্ধারকারী দল পাঠনো হয়েছে বলে জানিয়েছেন আমিরি।
জানা গিয়েছে, বিমানটি মস্কো যাচ্ছিল। তবে তাতে কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই বিমানটি রাডারের বাইরে চলে যায়। তার পর থেকেই খোঁজ মিলছিল না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালে বিমানটি ভেঙে পড়ে।
An Indian passenger plane crashed in the mountains of Topkhana alongside the districts of Kuran-Munjan and Zibak of Badakhshan province, said head of the department of Information and Culture of Badakhshan, Zabihullah Amiri.
He said that a team has been sent to the area to…— TOLOnews (@TOLOnews)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.