Advertisement
Advertisement
India

রাষ্ট্রসংঘে ভারতকে সংখ্যালঘু খোঁচা! সুইজারল্যান্ডে ‘কালা আদমি’র দুর্দশার কথা মনে করাল ভারত

কী বলল ভারত?

India schools Switzerland over minority remark in UN
Published by: Subhodeep Mullick
  • Posted:September 11, 2025 6:20 pm
  • Updated:September 11, 2025 6:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে ভারতকে সংখ্যালঘু খোঁচা সুইজারল্যান্ডের। পাশাপাশি, দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও একগুচ্ছ পরামর্শ দিয়েছে ইউরোপের এই দেশটি। এরপরই সুইজারল্যান্ডকে পালটা দিল ভারত। মনে করাল সেদেশের বর্ণবাদ, প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং গোষ্ঠীভীতির (জেনোফোবিয়া) কথা।

Advertisement

বুধবার রাষ্ট্রসংঘে সুইজারল্যান্ডের প্রতিনিধি বলেন, “ভারতে সংখ্যালঘুদের সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সেদেশের সরকারকে আহ্বান জানাচ্ছি।” এরপরই সুইজারল্যান্ডকে পালটা জবাব দেয় ভারতের প্রতিনিধি ক্ষিতিজ তিয়াগি। সভায় তিনি বলেন, “বর্ণবাদ, প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং গোষ্ঠীভীতির মতো সমস্যায় জর্জরিত সুইজারল্যান্ড। তাই তাদের উচিত সেগুলি সমাধান করা। তিনি আরও বলেন, “বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় গণতন্ত্র ভারত। ভারতে বহুত্ববাদ রয়েছে। তাই সুইজারল্যান্ডর এই সমস্যাগুলির সমাধানে সহায়তা করতে প্রস্তুত ভারত।”

সুইজারল্যান্ডর পাশাপাশি সভায় পাকিস্তানকেও একহাত নিয়েছেন ক্ষিতিজ। তুলেছেন পহেলগাঁও প্রসঙ্গও। তিনি বলেন, “পহেলগাঁও হামলার যোগ্য জবাব আমরা দিয়েছি। আমাদের অবস্থানও আমরা স্পষ্ট করেছি। সন্ত্রাসে মদত দেওয়া কোনও দেশের থেকে আমরা কোনও উপদেশ শুনব না। পাশাপাশি, সংখ্যালঘু অধিকার নিয়েও কারও উপদেশ শুনতে আমরা রাজি নই। ভারত অটল সংকল্পের সঙ্গে দেশের নাগরিকদের রক্ষা করে যাবে। সার্বভৌমত্ব রক্ষা করতে কোনও আপস করব না।” একইসঙ্গে পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলেও তোপ দেগেছেন ক্ষিতিজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ