সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘাতের আবহে নিজেদের পিঠ বাঁচাতে নিরীহ নাগরিকদের ঢাল করছে সেনা! সেই প্রমাণ আগেই দিয়েছিল ভারতীয় সেনা। এবার সে দেশের মন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেল ইসলামাবাদের ষড়যন্ত্র। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী জানালেন, প্রয়োজনে মাদ্রাসার পড়ুয়াদেরও মানবঢাল বানানো হবে। তাঁর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কথায়, “আমাদের কাছে মাদ্রাসার পড়ুয়ারা আছে। ওখানে যারা পড়াশোনা করে তারা পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স।” অর্থাৎ তারাই ইসলামাবাদের মানবঢাল। তাঁর আরও সংযোজন, “দেশের অবস্থা বুঝে ওদের ব্যবহার করা যেতেই পারে।” তবে এই ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।
প্রসঙ্গত, ভারতের প্রত্যাঘাত এড়াতে অসামরিক বিমানকে ঢাল করছে পাকিস্তান। ড্রোন হামলার সময়ও করাচি ও লাহোরের মাঝে আকাশপথ খোলা রেখেছিল ইসলামাবাদ। যেখানে চলাচল করেছে আন্তর্জাতিক বিমানও। ছবি দেখিয়ে প্রমাণ দিল ভারতীয় সেনা। হামলার পালটা আকাশপথে প্রত্যাঘাত করতে গেলে নিরীহ যাত্রীদের প্রাণনাশের সম্ভাবনা প্রবল। রাডারের ছবি দেখিয়ে পাকিস্তানের এই ষড়যন্ত্রের প্রমাণ দেন কর্নেল সোফিয়া কুরেশি। উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমার লাগোয়া অংশে বহু আন্তর্জাতিক বিমানও চলাচল করেছে। ভারতে ড্রোন হামলার সময় ইসলামাবাদ স্পষ্টভাবেই জানত এটি বিমানের যাত্রীদের জন্য বিপজ্জনক। তাই বন্ধ করেছে আকাশপথ। কিন্তু পাকিস্তান সেই নিরীহযাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। একইভাবে প্রয়োজনে মাদ্রাসার পড়ুয়াদের ব্যবহারের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.