সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা সমস্যা এবং কাশ্মীর ইস্যুকে এক সারিতে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সভায় ভাষণে ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিন কাশ্মীর প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভারতের উপর নির্ভর করে।
শাহবাজ বলেন, “ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং আমাদের একসঙ্গে বসবাস করা শিখতে হবে। কোনও চুক্তি কাজে আসবে না, যতক্ষণ না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে। কাশ্মীরিদের রক্ত বৃথা যাবে না।” তিনি জোর দিয়ে বলেন, যদি কেউ বিশ্বাস করে যে কাশ্মীর সমস্যা সমাধান না করেই ভারত-পাকিস্তান সম্পর্ক স্থাপন করা সম্ভব, তাহলে “তিনি মুর্খের স্বর্গে বাস করছেন”। লন্ডনে গিয়ে বোধোদয় হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “আমরা চারটি যুদ্ধ করেছি। যার জন্য কোটি কোটি ডলার খরচ হয়েছে। সেই তহবিল পাকিস্তানের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ব্যবহার করা উচিত ছিল।”
শাহবাজের অভিযোগ, সহযোগী প্রতিবেশী হওয়ার পরিবর্তে ভারত যুদ্ধাবাজ আচরণ করছে। তিনি বলেন, “আমরা শান্তিতে থাকতে চাই নাকি লড়াই চালিয়ে যেতে চাই তা আমাদের উপর নির্ভর করছে। আমরা একে অপরকে ভালোবাসা এবং শ্রদ্ধা করে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করি।” এরপরেই ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে শাহবাজের মন্তব্য, “৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। খাবার এবং অন্য জরুরি জিনিস দেওয়া হচ্ছে না তাঁদের। আয় করারও উপায় নেই।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। বদলা নিতে ৭ মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এর জেরে ধ্বংস হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গিগোষ্ঠী। এর পরেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চার দিন পর সংঘর্ষবিরতি হলেও এখনও উভয় দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। এমন আবহে দুই দেশের সম্পর্কের অবনতির দায় নয়াদিল্লির উপর চাপালেন শাহবাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.