Advertisement
Advertisement
USA

৩ বছরের জন্য গ্রিন কার্ড লটারি থেকে বাদ ভারত! আমেরিকায় সংকটে অভিবাসীরা

'বন্ধু' ভারতের জন্য ছাড় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।

India out of green card lottery in USA for 3 years
Published by: Anustup Roy Barman
  • Posted:October 17, 2025 4:22 pm
  • Updated:October 17, 2025 4:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে দলে অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপরে তাঁর নজর ঘুরেছে বৈধ অভিবাসন কমানোর দিকে। এইচ১বি ভিসার দাম বাড়ানোর পরে এবার নজরে ‘গ্রিন কার্ড লটারি’। তিন বছরের জন্য এই লটারি থেকে বাদ পড়ল ভারত। সংকটে আমেরিকায় থাকা ভারতীয় অভিবাসীরা। 

Advertisement

সম্প্রতি এইচ১বি ভিসার খরচ বাড়িয়েছেন ট্রাম্প। এবার জানা গিয়েছে, আগামী তিন বছর অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আমেরিকায় অভিবাসনের জন্য ‘গ্রিন কার্ড লটারি’তে অংশ নিতে পারবে না ভারত। এই লটারির পোশাকি নাম ইউনাইটেড স্টেটস ডাইভার্সিটি ভিসা লটারি। এই লটারির মাধ্যমেই নির্ধারিত হয় কোন বছর কোন দেশ থেকে আসা নাগরিকরা আমেরিকায় অভিবাসনের সুযোগ পাবেন। এই লটারির একটি বিশেষ নিয়ম রয়েছে। শেষ পাঁচ বছরে যেসব দেশ থেকে ৫০ হাজারের কম মানুষ আমেরিকায় থাকতে গিয়েছেন শুধুমাত্র তারাই পরবর্তী লটারিতে সুযোগ পাবেন।

২০২১ সালে, ৯৩ হাজার ৪৫০ জন ভারতীয় আমেরিকায় অভিবাসনের সুযোগ পান। ২০২২ সালে এই সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ১০জন। ২০২৩ সালে ৭৮ হাজার ৭০ জন ভারতীয় মার্কিন দেশে থাকার সুযোগ পান। ২০২২ সালের ভারতীয় অভিবাসির সংখ্যা দক্ষিণ আমেরিকান, আফ্রিকান বা ইউরোপের মোট অভিবাসীর সংখ্যার তুলনায় বেশি। ২০২২ সালে দক্ষিণ আমেরিকা থেকে অভিবাসীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৩০। আফ্রিকা থেকে সুযোগ পান ৮৯ হাজার ৫৭০ জন এবং ইউরোপ থেকে সুযোগ পান ৭৫ হাজার ৬১০ জন। ভারত থেকে সাধারণত প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা খুব বেশি থাকে। সেকারণেই ভারত এই লটারির যোগ্যতার সীমা অতিক্রম করেছে। এর ফলে ২০২৮ সাল পর্যন্ত লটারি থেকে বাদ পড়েছে ভারত।

লটারিতে যেসব দেশ সুযোগ পাবে তাদের নাম ঘোষণা করা হয়েছে বুধবার। ভারত ছাড়াও চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং পাকিস্তান এই লটারি থেকে বাদ পড়েছে বলে জানা গিয়েছে। গ্রিন কার্ড লটারি থেকে ভারতের নাম বাদ পড়ায় চাপে এদেশের মানুষ। ভারত থেকে আমেরিকায় যারা অভিবাসন চান তাঁদের কাছে এই মুহুর্তে খুব কম পথ অবশিষ্ট রয়েছে। ট্রাম্পের সময়কালে অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণে বেঁচে থাকা সুযোগগুলিও সঙ্কুচিত হয়ে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ