Advertisement
Advertisement

Breaking News

India delegation

ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিপাকে ভারতের প্রতিনিধি দল, মাঝআকাশে ঘণ্টার পর ঘণ্টা চক্কর বিমানের

পাক মুখোশ খুলতে গোটা বিশ্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত।

India delegation in trouble after Moscow Airport shut due to Ukraine attack
Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2025 2:35 pm
  • Updated:May 23, 2025 2:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে সর্বদলীয় প্রতিনিধিদের নানা দেশে পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু রাশিয়া যেতে গিয়ে মাঝ আকাশে বিপাকে পড়ল ভারতের প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে হল তাঁদের বিমানকে। তবে শেষ পর্যন্ত নিরাপদে মস্কো পৌঁছে গিয়েছে ভারতের প্রতিনিধি দল।

Advertisement

জানা গিয়েছে, মস্কোর দোমোদিদেভো বিমানবন্দরে নামার কথা ছিল ভারতীয় প্রতিনিধিদের বিমানটির। স্থানীয় সময় শুক্রবার সকালে বিমানটি অবতরণের কথা ছিল। কিন্তু সেই সময়েই বিমানবন্দর লাগোয়া এলাকায় ড্রোন হামলা শুরু করে ইউক্রেন। তার জেরে তড়িঘড়ি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ফলে বিপাকে পড়ে ভারতীয় সাংসদদের বিমান। অবতরণ করতে না পেরে বিমানটিকে দীর্ঘক্ষণ আকাশেই চক্কর কাটতে হয়। নির্ধারিত সময়ের বেশ কয়েকঘণ্টা পরে অবশেষে মস্কোয় নামেন সাংসদরা। তবে সকলে নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

মস্কোর ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘সাংসদ কানিমোঝি করুণানিধির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল মস্কোয় এসে পৌঁছেছে। সমস্ত রকম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর, সেই বার্তা দেবে এই দল।’ উল্লেখ্য, কানিমোঝির নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আপের অশোক কুমার মিত্তল, বিজেপির ব্রিজেশ চৌটা, ন্যাশনাল কনফারেন্সের মিলান আলতাফ আহমেদ, সমাজবাদী পার্টির রাজীব রাই এবং আরজেডির প্রেমচাঁদ গুপ্তা। রাশিয়ার পর স্পেন, গ্রিস, স্লোভেনিয়া এবং লাটভিয়ায় যাবে এই প্রতিনিধি দল।

উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধিদলগুলি। বিভিন্ন দলের মোট ৫১ জন নেতা এই প্রতিনিধিদলগুলিতে আছেন। ইতিমধ্যেই একাধিক প্রতিনিধিদল বিভিন্ন দেশের উদ্দেশে রওনা দিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ