সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যুতের বিল মেটায়নি খোদ প্রধানমন্ত্রীর দপ্তর! কয়েক লক্ষ টাকার বিদ্যুতের বিল বকেয়া থাকায় সংযোগই কেটে দিল বিদ্যুৎ পর্ষদ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানে। স্বয়ং ইমরানের খানের দপ্তরের কুকীর্তি প্রকাশ্যে আসতেই হেসে খুন নেটদুনিয়া। নিজের দেশেই ফের একবার লজ্জায় মুখ পুড়ল পাক প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক মহলের মতে, যে দেশের প্রধানমন্ত্রীর দপ্তর বিদ্যুতের বিল বকেয়া রাখে সেই দেশ কীভাবে কাশ্মীর ইস্যুতে পড়শি দেশকে যুদ্ধের হুমকি দেয়!
জানা গিয়েছে, ইসলামাবাজ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ২৮ আগস্ট বকেয়া বিলের নোটিস পাঠায় ইমরানের দপ্তরে। বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানানো হয়। গত মাসে সেই বকেয়ার অংক ছিল ৩৫ লক্ষ টাকা। কিন্তু চলতি মাসে সেই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে পাকিস্তানি মুদ্রায় প্রায় ৪১ লক্ষে। বকেয়া মেটানোর জন্য বারবার বিদ্যুৎ অফিস থেকে জানানো হলেও কোনও হেলদোল ছিল না ইমরানের দপ্তরের। বাধ্য হয়ে বুধবার বিদ্যুৎ সংযোগই কেটে দিয়েছে পর্ষদ। পাকিস্তানি সংবাদমাধ্যম খালিজটাইমসের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর দপ্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এবার ইমরানের দপ্তর সেই বকেয়া মিটিয়েছে কিনা বা বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়া হয়েছে কিনা তা জানায়নি ওই সংবাদমাধ্যম।
তবে এই ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দপ্তর। বস্তুত, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হয় এই দেশেই। সারাবছর তো বটেই, বিশেষত গ্রীষ্মকালে লোডশেডিংয়ের জন্য পাক নাগরিকরা খুবই কষ্ট পান। দিনের অর্ধেকটা সময় বিদ্যুৎবিহীন ভাবেই কাটে সাধারণ মানুষের। এহেন অবস্থায় বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুতের বিলের জন্য সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ইমরান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.