Advertisement
Advertisement
Imran Khan

‘জঙ্গলের রাজা’, পাক ‘ফিল্ড মার্শাল’ আসিম মুনিরকে বেনজির আক্রমণ ইমরান খানের

পাকিস্তানে এই মুহূর্ত জঙ্গলরাজ চলছে, বলছেন ইমরান।

Imran Khan slams General Asim Munir, says Pakistan ruled by jungle law
Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2025 9:44 am
  • Updated:May 23, 2025 9:44 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নিজের দেশেই বেনজির তোপের মুখে পাকিস্তানের সেনাপ্রধান তথা সদ্য ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া আসিম মুনির। পাক সেনার প্রধানকে তীব্র কটাক্ষ করলেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, “পাকিস্তানে এখন জঙ্গলের রাজত্ব চলছে। আর জঙ্গলে তো একটাই রাজা।”

Advertisement

সদ্যই পাক সেনার ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। তাঁর এই পদোন্নতিকে কটাক্ষ করে জেল থেকেই ইমরান খান লিখলেন, “জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। তবে সত্যি করে বলতে গেলে ওকে রাজা খেতাব দিলেই সেটা বেশি গ্রহণযোগ্য হত। কারণ এই মুহূর্তে দেশে জঙ্গলরাজ চলছে। আর জঙ্গলে সবসময় একজনই রাজা থাকে।” ইমরানের ইঙ্গিত, শাহবাজ শরিফ নামে প্রধানমন্ত্রী হলেও আসলে পাকিস্তানে যে জঙ্গলরাজ চলছে, সেই জঙ্গলের ‘রাজা’ জেনারেল আসিম মুনিরই।

এই আসিম মুনিরই একসময় ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিন্তু ক্ষমতার লোভে ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শরিফকে প্রধানমন্ত্রী পদে বসানোর নেপথ্যে অনেকে মুনিরের হাত দেখেন। ইদানিং পাকিস্তানে জল্পনা ছিল, ইমরানের সঙ্গে ফের ‘সেটিং’ করার চেষ্টায় মুনির। সম্ভবত সেই সেটিং রুখতেই মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছেন শাহবাজ। ইমরানও সেকারণেই ক্ষুব্ধ। মুনিরের সঙ্গে সেটিংয়ের সব সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, “মুনিরের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। সবটাই ভিত্তিহীন।”

ভারত বিদ্বেষ ও পহেলগাঁওয়ে জঙ্গি পাঠিয়ে ২৬টি নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার পুরস্কার হিসাবে আসিম মুনিরকে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন শাহবাজ শরিফ। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ায় জল, স্থল এবং নৌ-তিন সেনারই নিয়ন্ত্রণ চলে এসেছে মুনিরের হাতে। অবশ্য পহেলগাঁও হামলার পরই অবশ্য বিভিন্নভাবে মুনিরের ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৯ মে সেনাপ্রধানের হাত শক্ত করতে একটি তাৎপর্যপূর্ণ রায় দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়, এবার থেকে সেনা আদালতে সাধারণ নাগরিকদের মামলারও শুনানি করা যাবে। যার অর্থ, দেশের বিচারব্যবস্থা এবং সামরিক শক্তি পুরোটাই এখন মুনিরের হাতে। পুরো বিষয়টিকেই জঙ্গলরাজ হিসাবে দেখছেন ইমরান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ