Advertisement
Advertisement
Imran Khan

‘আমার স্ত্রী এবং আমার উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন মুনির’, ফের বিস্ফোরক জেলবন্দি ইমরান

পাক সেনার রোষের মুখে পড়ে গদি হারাতে হয়েছিল ইমরানকে।

Imran Khan Accuses Pak Army Chief Asim Munir Of Mental Torture

ফাইল ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 20, 2025 9:40 pm
  • Updated:September 20, 2025 9:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনা প্রধান অসিম মুনিরের বিরুদ্ধে ফের ফুঁসে উঠলেন জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর অভিযোগ, জেলে তাঁর এবং তাঁর স্ত্রী বুশরা বিবির উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন পাক সেনাপ্রধান। যদিও এর আগেও তিনি একাধিকবার জেলে অত্যাচারের অভিযোগ তুলে তোপ দেগেছিলেন মুনিরের বিরুদ্ধে।

Advertisement

ইমরান তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মুনিরের প্রত্যক্ষ মদতেই জেলে আমার এবং আমার স্ত্রীয়ের উপর মানসিক অত্যাচার চলছে। এর নেপথ্যে একটাই কারণ রয়েছে। তারা চায় আমরা যাতে ভেঙে পড়ি।’ তিনি আরও বলেন, “মুনিরকে আমি একটা বার্তা দিতে চাই। যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন আমরা এই নিষ্ঠুরতার সামনে মাথা নত করব না। মুনির আমাদের দেশে আইনশৃঙ্খলা ভেঙে ফ্যাসিবাদের পরিবেশ তৈরি করতে সেনাবাহিনীকে ব্যবহার করছেন। গত ১০ বছর ধরে তিনি অপশাসন চালিয়ে যাচ্ছেন।”  

উল্লেখ্য, পাক সেনার রোষের মুখে পড়ে গদি হারাতে হয়েছিল ইমরানকে। এর পরেই তাঁর ঠাঁই হয় জেলে। দু’বছর পার হয়ে গেলেও জেলমুক্তি ঘটেনি ইমরানের। বরং একের পর এক নয়া মামলা চেপেছে তাঁর উপর। ইমরানের মুক্তি চেয়ে কিছুদিন আগেও পাকিস্তান জুড়ে ব্যাপক আন্দোলন করেছিল তাঁর দল পিটিআই। যদিও তাতে বিশেষ ফল হয়নি। নিষ্ঠুরভাবে সেই বিদ্রোহ দমন করে সরকার। এই অবস্থায় পাক সেনা প্রধানের বিরুদ্ধে জেলে ফের নির্যাতনের অভিযোগ তুললেন ইমরান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ