Advertisement
Advertisement
Manhattan

ম্যানহাটনে শুটআউট! বন্দুকবাজের গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ অফিসার-সহ অন্তত ৫

জানা গিয়েছে, পার্ক অ্যাভিনিউ এলাকার এক কর্পোরেট অফিসের সামনে হামলা চলে।

Gunman neutralised after shooting police officer and civilians in midtown Manhattan, US
Published by: Sucheta Sengupta
  • Posted:July 29, 2025 9:36 am
  • Updated:July 29, 2025 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! এবারের অকুস্থল মিডটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বর। সোমবার সন্ধ্যা নাগাদ ওই অফিসের সামনে রাস্তার উপর আচমকাই গুলিবর্ষণ শুরু করে এক আততায়ী। তাতে প্রথমে জখম হন বেশ কয়েকজন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের তালিকায় রয়েছেন এক পুলিশ অফিসারও। তিনি বাংলাদেশি বলে জানা গিয়েছে। পুলিশের পালটা আক্রমণে আততায়ীও নিকেশ হয়েছে বলে নিশ্চিত খবর জানিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। সবমিলিয়ে নিহতের সংখ্যা ৫।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল হল ৩৪৫, পার্ক অ্যাভিনিউ এলাকা। সেখানে প্রায় সাড়ে ৬০০ ফুট উঁচু একটি কর্পোরেট বিল্ডিং রয়েছে। তাতে একাধিক বড় বড় সংস্থার অফিস। হামলা চালানোর জন্য আততায়ী এই জায়গাকেই বেছে নেয়। সন্ধ্যার পর অফিস ছুটির সময় নিরাপত্তারক্ষীরাও যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত, সেই ফাঁক গলে অফিস চত্বরে গিয়ে গুলিবর্ষণ শুরু করে সে। তাতে এক পুলিশ অফিসার ও তিনজন নিহত হন। হামলার বিস্তারিত জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিচ। তিনি জানান, একজন বন্দুকবাজই হামলা চালিয়েছে। তার হাতে ছিল লম্বা একটি রাইফেল। পালটা গুলিতে তাকেও খতম করা হয়েছে।

এই ঘটনায় রীতিমতো তটস্থ কর্পোরেট অফিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা সোশাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। কারও কারও বক্তব্য, আচমকাই নিউ ইয়র্কবাসীর উদ্দেশে পুলিশের ঘোষণা শোনা যায়। বলা হয়, ‘মিডটাউন ম্যানহাটনে একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কেউ যেন ৩৪৫, পার্ক অ্যাভিনিউর আশপাশে না যান এবং যাঁরা অফিসের ভিতরে আছেন, তাঁরা যেন ভিতরেই থাকেন, বাইরে আসবেন না।’

এনিয়ে নিজের সোশাল মিডিয়া পোস্টে শহরবাসীকে সতর্ক করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও। এই পরিবেশ পরিস্থিতিতেই নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আততায়ীকে পালটা গুলিতে নিকেশ করা হলেও, তার সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানা যায়নি। তবে নিউ ইয়র্ক পুলিশের অনুমান, সে ‘লোন উলফ’ অর্থাৎ এককভাবেই এধরনের জঙ্গিমূলক কাজকর্ম চালিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement