Advertisement
Advertisement
America

আমেরিকায় গুজরাটি মহিলাকে গুলি করে খুন! পুলিশি অভিযানে গ্রেপ্তার ২১-এর তরুণ

টাকা হাতাতে মহিলার উপর হামলা চালায় আততায়ী।

Gujarati woman shot dead in America, 21-year-old arrested

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 21, 2025 6:57 pm
  • Updated:September 21, 2025 6:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গুজরাটি মহিলাকে গুলি করে হত্যা! সেই ঘটনার তদন্তে নেমে ২১ বছরের এক তরুণকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম জয়দান ম্যাক হিল। পুলিশের দাবি, গত ১৬ সেপ্টেম্বর ভারতীয় মহিলা কিরণ প্যাটেলের পাশাপাশি আরও একজনকে গুলি করে হত্যা করেছিল সে।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার সাউথ মাউন্টেন স্ট্রিটে একটি পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ৪৯ বছর বয়সি ওই মহিলা গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। ঘটনার সময় তিনি টাকা ক্যাশ কাউন্টারে টাকা গুনছিলেন। সেই সময় সেখানে আসে অভিযুক্ত যুবক। ওই টাকা হাতাতে কিরণের উপর হামলা চালায়। প্রথমে প্লাস্টিকের কিছু দিয়ে আঘাত করে তাঁকে। এরপর টাকা নিয়ে পালানোর সময় কিরণ তার পিছু নেয়। এরপর মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। কিরণ মাটিতে পড়ে গেলে অভিযুক্ত ফিরে এসে ফের তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার তদন্তে নেমে হিলকে শনাক্ত করে পুলিশ। এরপর সাউথ চার্চ স্ট্রিটে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১৬ সেপ্টেম্বর ওই দিন আরও একজনকে খুনের অভিযোগ উঠেছে হিলের বিরুদ্ধে। খুনের অভিযোগে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, আমেরিকার মাটিতে সাম্প্রতিক সময়ে বারবার ভারতীয়দের উপর হামলার ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে এক ভারতীয় হোটেল ম্যানেজারের শিরশ্ছেদ করে হত্যা করা হয়। যা নিয়ে শোরগোল পড়ে যায় আমেরিকা ও ভারতে। এছাড়াও পুলিশের গুলিতে একজন ভারতীয় ইঞ্জিনিয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সম্প্রতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ