Advertisement
Advertisement
Britain

‘নিজের দেশে ফিরে যাও’, ব্রিটেনের পার্কে শিখ তরুণীকে ‘গণধর্ষণ’-এর পর হুমকি দুষ্কৃতীদের

সকাল সাড়ে ৮টা নাগাদ পার্কের মধ্যে ঘটে এই নারকীয় ঘটনা।

Go back to your country, Sikh woman told after being physically harassed at Britain park
Published by: Amit Kumar Das
  • Posted:September 13, 2025 4:37 pm
  • Updated:September 13, 2025 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য দিবালোকে পার্কের মধ্যে শিখ সম্প্রদায়ের তরুণীকে গণধর্ষণ ব্রিটেনে! নারকীয় অত্যাচারের পর ২০ বছর বয়সি ওই তরুণীকে বর্ণবিদ্বেষী গালিগালাজের পাশাপাশি হুমকি দেওয়া হল, তিনি যে ব্রিটেন ছেড়ে নিজের দেশে ফিরে যান। গণধর্ষণের ঘটনায় স্থানীয় দুই যুবক জড়িত বলে জানা যাচ্ছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু পুলিশ। নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় সাংসদ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে ব্রিটেনের ওল্ডবুরির টেম রোড এলাকার এক পার্কে। সকালে পার্কে বেড়াতে যাওয়ার সময় ওই তরুণীকে আক্রমণ করে দুই আততায়ী। তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী গালি দেওয়ার পাশাপাশি সেখানেই তরুণীকে ধর্ষণ করে হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, হামলাকারী দুই যুবক শ্বেতাঙ্গ। একজনের মাথা কামানো ও তার পরনে ছিল গাঢ় রঙের সোয়েটশার্ট, অন্যজনের পরনে ছিল ধূসর রঙের টি-শার্ট। অভিযুক্তদের সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এই ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ চরম আকার নিয়েছে। তরুণীর উপর পরিকল্পিত হামলা বলে সরব হয়েছে তারা। পুলিশের এক উর্ধ্বতন কর্তা জানান, শিখ সম্প্রদায়ের এই ক্ষোভের মধ্যে অন্যায় কিছু নেই। আমরা অপরাধীদের গ্রেপ্তারের সাধ্যমতো চেষ্টা করছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। ওই অঞ্চলে পুলিশ টহল আরও বাড়ানো হচ্ছে। এই ঘটনাকে বর্ণবিদ্বেষ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার নিন্দায় সরব হয়েছেন বার্মিংহাম এজবাস্টনের সাংসদ প্রীত কৌর গিল। এটি শুধুমাত্র নৃশংস অপরাধ নয়, বর্ণবিদ্বেষী আক্রমণ। ধর্ষকরা নির্যাতিতাকে হুমকি দিয়েছেন, তিনি যেন দেশ ছেড়ে চলে যান। শুধুমাত্র শিখ সম্প্রদায় নয়, প্রতিটি সম্প্রদায়েরই সম্মান ও নিরাপত্তার অধিকার রয়েছে। ব্রিটেনে বর্ণবিদ্বেষ এবং নারী বিদ্বেষের কোনও স্থান নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement