Advertisement
Advertisement
Gulam Nabi Azad

কুয়েতে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে অসুস্থ গুলাম নবি আজাদ, কেমন আছেন প্রাক্তন কং নেতা?

কী হয়েছে গুলামের?

Ghulam Nabi Azad Falls Sick, Hospitalised Amid All-Party Delegation Visit In Kuwait
Published by: Subhodeep Mullick
  • Posted:May 28, 2025 12:57 pm
  • Updated:May 28, 2025 1:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। ইতিমধ্যেই সেই দলগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। তার মধ্যেই অঘটন। ভারতের প্রতিনিধিত্ব করতে কুয়েতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি।  

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, প্রচণ্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বাকি সফরে তিনি আর থাকতে পারবেন না বলেই জানা যাচ্ছে। বৈজয়ন্তের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছে গিয়েছে।

গুলাম তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কুয়েতে প্রচণ্ড গরমের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। ঈশ্বরের কৃপায় আমি এখন আগের থেকে ভালো আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।’ 

অন্যদিকে, বৈজয়ন্ত তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সফরের মাঝেই গুলাম অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বাহরাইন এবং কুয়েতের সভায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সৌদি আরব এবং আলজেরিয়ায় তাঁর আমরা তাঁকে মিস করব।’

আসলে পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। আগামী দিনে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা-সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপে বন্ধু প্রয়োজন নয়াদিল্লির। সেজন্যই বিশ্বমঞ্চে পাকিস্তানের আসল রূপ তুলে ধরার এই প্রচেষ্টা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ