সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’৷ বন্ধুত্ব দিবসে বিখ্যাত এই গানের কলিতেই বন্ধু নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাল ইজরায়েল৷ অবাক হচ্ছেন? কিন্তু এটাই খাঁটি সত্যি৷ আজকের দিনে ইজরায়েলি দূতাবাস থেকে পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রীকে টুইটারে শুভেচ্ছা জানাতে গিয়ে শেষে হিন্দিতে এই গানটিই লেখা৷ ইজরায়েলের এই বন্ধুত্বপূর্ণ বার্তায় আপ্লুত ভারতীয়রা৷
বেঞ্জামিন নেতানিয়াহু আর নরেন্দ্র মোদি৷ ইজরায়েল-ভারতের বরাবরের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে এই দুই রাষ্ট্রনেতার সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ৷ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি গিয়েছিলেন ইহুদী ভূমি ইজরায়েলে৷ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম ইজরায়েল সফরের ইতিহাস গড়েছেন৷ ২০১৭ সালে রাজধানী তেল আভিভে গিয়ে দু-দেশের মধ্যে সেনা প্রশিক্ষণ এবং সাইবার হামলা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছিলেন৷ সেইসঙ্গে সুপ্রাচীন ইহুদী ভূমির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেন মোদি৷ দ্বিতীয়বার তিনি ফের ভারতের প্রধানমন্ত্রী৷ আর বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের দীর্ঘতম সময়ের রাষ্ট্রনেতা৷ দ্বিতীয় মোদি সরকারের আমলে নেতানিয়াহু আসবেন ভারত সফরে৷ প্রাথমিকভাবে আগামী সেপ্টেম্বরেই সেই সফরসূচি ঠিক করা হয়েছে৷
তার আগের মাসে, বন্ধুত্ব দিবসে নেতানিয়াহুর তরফে সুন্দর বার্তা মন ভরিয়ে দিয়েছে নেটিজেনদের৷ টুইট শুভেচ্ছায় লেখা হয়েছে, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০১৯, ভারত৷ আমাদের সর্বক্ষণের বন্ধুত্ব এবং আরও সমৃদ্ধ হতে থাকা সম্পর্ক আরও সুদূরপ্রসারী হোক৷’ এরপরেই হিন্দিতে লেখা – ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’৷ তারপর ইজরায়েল এবং ভারতের পতাকা, মাঝে ভালবাসার চিহ্ন দেওয়া৷ ইজরায়েলি দূতাবাসের এই টুইট সত্যিই হৃদয় ছুঁয়ে গিয়েছে অনেকের৷
Happy India!
— Israel in India (@IsraelinIndia)
May our ever strengthening friendship & touch greater heights.
🔊🎧🎶 ये दोस्ती हम नहीं तोड़ेंगे….. 🇮🇱❤🇮🇳
২০১৭-এ মোদির প্রথমবার ইজরায়েল সফরের সময় সমুদ্র সৈকতে নেতানিয়াহু এবং তাঁর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল৷ যেখানে দেখা গিয়েছিল, দুজনে একইরকম ট্রাউজার পরে হাঁটছেন৷ বোঝাই গিয়েছিল, বন্ধুত্ব বেশ জমে উঠেছে৷ নেতানিয়াহুই প্রথম রাষ্ট্রনেতা, যিনি চলতি বছর লোকসভা নির্বাচনে মোদি নেতৃত্বাধীন এনডিএ-র বিপুল জয়ের খবর পেয়েই ফোন করেছিলেন নরেন্দ্র মোদিকে৷ সেপ্টেম্বরে, দ্বিতীয় মোদি সরকারের আমলে নেতানিয়াহু আসছেন ভারত সফরে৷ তার আগেই তাঁর তরফে এই টুইট ফের বুঝিয়ে দিল, মোদি ইজরায়েলের কাছে কতটা ভরসাযোগ্য৷ তবে চমক আরও আছে৷ ইজরায়েলের তরফে হিন্দি হরফে বন্ধুত্বের গান লেখা টুইটের জবাবে নরেন্দ্র মোদি নিজে ইহুদী ভাষায় পালটা বন্ধুত্বের বার্তা লিখেছেন৷ বন্ধুত্ব দিবসে তো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি৷
תודה לך
— Narendra Modi (@narendramodi)
מאחל יום חברות שמח לאזרחי ישראל הנהדרים ולידידי הטוב
הודו וישראל הוכיחו את ידידותם לאורך הזמן. הקשר שלנו הוא חזק ונצחי. מאחל שהידידות בין המדינות שלנו תצמח ותפרח אף יותר בעתיד
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.