সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই সরকারের তরফে ইঙ্গিত মিলছিল, কৃষক বিক্ষোভের আড়ালে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে একাধিক খলিস্তানপন্থী সংঠন। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জোর দিয়েছে নিষিদ্ধ এই সংঠনগুলি। শনিবার মার্কিন মুলুকের এক ঘটনায় এমনই ইঙ্গিত মিলল। কৃষক বিক্ষোভের নামে ওয়াশিংটন ডিসিতে (Washington DC) গান্ধী মেমোরিয়ালে গিয়ে গান্ধীজীর মূর্তিকে কালিমালিপ্ত করা হল। শুধু তাই নয়, সেখানে উড়ল খলিস্তানপন্থী পতাকাও।
| Washington DC: Khalistan flag draped over Mahatma Gandhi statue near the Indian embassy. Protesters were demonstrating against the Farm bills.
Advertisement— ANI (@ANI)
শনিবার ওয়াশিংটন ডিসিতে গান্ধী মেমোরিয়ালে ঢুকে পড়ে বেশ কয়েকজন শিখ। এরা প্রত্যেকেই খলিস্তানপন্থী। কেন্দ্রের কৃষি আইন বিরোধী শ্লোগান দিতে দিতে গান্ধীজীর (Mahatma Gandhi) মূর্তিতে কালি লাগিয়ে দেয় খলিস্তানপন্থীরা। মূর্তিটি ঢেকে দেওয়া হয় খলিস্তানি পতাকায় (Khalistan flag)। কালি লাগানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবিতেও। এক বিক্ষোভকারীর কথায়, “প্রত্যেক ভারতবাসীর নিজেদের মতামত জানানোর অধিকার আছে। পাঞ্জাবের মানুষ পৃথক স্বত্ত্বা চাইছেন। সরকারের উচিত সেটা কেন চাইছেন বোঝার চেষ্টা করা। শিখেরা কখনও কারও ক্ষতি করে না। তাহলে কেন আমাদের জঙ্গি বলে দেগে দেওয়া হচ্ছে?”
এদিকে, গান্ধী মূর্তির উপর এই হামলা এবং খলিস্তানি কার্যকলাপের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় দূতাবাস। তাদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে,”বিক্ষোভের আড়ালে দুষ্কৃতীরা যেভাবে বিশ্বব্যাপী সম্মানিত অহিংসা এবং ন্যায়বিচারের পূজারীকে অসম্মান করেছে, তার তীব্র নিন্দা করছে ভারতীয় দূতাবাস।” মার্কিন প্রশাসনকে দ্রুত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে হাই কমিশনের তরফে।
প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে গত ১৮ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। কেন্দ্র বারবার তাদের সঙ্গে আলোচনা করলেও সমস্যা এখনও মেটেনি। যার জেরে গতকাল থেকে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে কৃষক সংঠনগুলি। এরই মধ্যে এদের সমর্থনের নামে আমেরিকায় শুরু হয়ে গেল বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.