সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস অ্যাঞ্জেলন্সে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতেই ন্যাশনাল গার্ড নামানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ন্যাশনাল গার্ড তাঁদের ওপর আক্রমণ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এরই প্রতিবাদে রবিবার নতুন করে লস অ্যাঞ্জেলসের রাস্তায় আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীদের তরফে পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এবার আন্দোলন দমনে মুখোশ পড়া বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রুথ সোশাল মিডিয়ায় ট্রাম্পের নির্দেশ, ‘মুখোশ পরা আন্দোলনকারীদের এখনই গ্রেপ্তার করা হোক।’ ন্যাশনাল গার্ড যাতে তাঁদের চিনতে না পারে এবং কাঁদানে গ্যাসের ঝাঁঝ থেকে নিস্তার পেতে মুখে মাস্ক পড়ে আন্দেলনে শামিল হয়েছেন একাধিক আন্দোলনকারী। এদিকে আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ‘এখন থেকে মুখোশ পরে প্রতিবাদ করা যাবে না।’ যদিও প্রশাসন এমন ঘোষণা আদেও করতে পারে কিনা, সে নিয়ে প্রশ্ন উঠেছিল।
ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে শুক্রবার থেকে আন্দোলনে শামিল হয়েছেন অনেকে। এই আন্দোলনকে প্রতিহত করতে ন্যাশনাল গার্ড মোতায়েন করার কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। যদিও ডেমোক্রেটিক গর্ভনর গ্যাভিন নিউসকাম সেই সিদ্ধান্তকে অনৈতিক বলে দাবি করেছিলেন।
উল্লেখ্য, আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কড়া আইন এনেছেন তিনি। মার্কিনিদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোও শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে ১১ এপ্রিল থেকে সে দেশে কার্যকর হয়েছে ‘দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট’। এবার অভিবাসীদের সঙ্গে সরাসরি সংঘাত নিরাপত্তা বাহিনীর। যা কড়া হাতে দমনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারিকে আমল দিতে নারাজ বিক্ষোভকারীরা। প্রায় ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় লস অ্যাঞ্জেলসে। এরই মধ্যে মাস্ক পরা আন্দোলনকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.