Advertisement
Advertisement
Donald Trump

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ‘ব্যর্থ’, ‘সান্ত্বনা’ খুঁজতে ফের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের!

রাশিয়ার প্রেসিডেন্ট শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

Donald Trump takes credit of India Pakistan ceasefire again

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 17, 2025 2:30 pm
  • Updated:August 17, 2025 2:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে গিয়ে ‘ব্যর্থ’ হয়েছেন। তারপরে ‘সান্ত্বনা’ খুঁজতে ফের ভারত-পাক যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে আনলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, মানুষের জীবন রক্ষা করাই তাঁর একমাত্র উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখেই তিনি সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এবং বরাবরের মতো আবারও ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। সেক্ষেত্রে ইউক্রেন যদি পূর্ব দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করে তবেই রাশিয়া অন্যান্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। শুক্রবার আলাস্কার বৈঠকে পুতিন জানান, যদি ইউক্রেন ডনবাস অঞ্চল থেকে সম্পূর্ণরূপে সরে যায়, তাহলে রাশিয়া খেরসন এবং জাপোরিঝিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধ থামাবে। সেইসঙ্গে এটাও জানান, প্রস্তাব না মানলে যুদ্ধবিরতি হতে পারে না।

অর্থাৎ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আপাতত থামছে না। যে ট্রাম্প একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন, সেই কাজটা এবার আর করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু যুদ্ধ থামানো নিয়ে বারবার কথা বলা বন্ধ করছেন না তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “মানুষের প্রাণ বাঁচানোই একমাত্র উদ্দেশ্য। কম্বোডিয়ায় কী হতে পারত সকলেই জানে।” তবে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে নিজেকে খুব বেশি কৃতিত্ব দেননি ট্রাম্প।

তবে ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্প আবার বলেন, “ভারত-পাকিস্তানের কথাই যদি ধরেন, ওরা একে অপরের যুদ্ধবিমান গুলি করে নামাচ্ছিল। তারপর পরমাণু যুদ্ধও বাঁধিয়ে ফেলত। তবে আমি সেই যুদ্ধ থামিয়ে দিয়েছি।” উল্লেখ্য, সংঘর্ষবিরতির পর থেকেই বহুবার ট্রাম্প দাবি করেছেন তাঁর হস্তক্ষেপেই শান্ত হয়েছে ভারত-পাকিস্তান। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ