Advertisement
Advertisement
Donald Trump

লেখিকাকে ধর্ষণ! সাড়ে ৮ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পকে

ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ।

Donald Trump ordered to pay $83.3 million to rape accuser in defamation case| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 27, 2024 10:28 am
  • Updated:January 27, 2024 10:33 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন সাংবাদিক ও লেখক এলিজাবেথ জেন ক্যারলকে ধর্ষণ ও মানহানির মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিল আমেরিকার এক ফেডারেল আদালত। এই ক্ষতিপূরণ দিতে হবে ক্যারলকে।

Advertisement

শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের ৯ সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দিয়েছেন। ৯ বিচারকের মধ্যে ছিলেন ৭ জন পুরুষ ও ২ জন নারী।

আদালত জানিয়েছে, এলিজাবেথ জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর মানহানি হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭.৩ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে।

Donald Trump ordered to pay $83.3 million to rape accuser in defamation case

[আরও পড়ুন: রামমন্দিরে যাওয়ার পরপরই পদ্মভূষণ পেলেন চিরঞ্জিবী, মোদিকে ধন্যবাদ ছেলে রামচরণের]

প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করে দিতে সাহায্য করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেছিলেন ক্যারল।

তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তাঁর মতে, নিজের প্রচারের জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।

[আরও পড়ুন: ‘আমি সাচ্চা ভারতীয়, দেশ-অনুরাগীদের কাছে কৃতজ্ঞ’, পদ্মভূষণে প্রতিক্রিয়া উষা উত্থুপের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ