Advertisement
Advertisement
Donald Trump

‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’! ভারতীয়দের আমেরিকায় ফেরা আটকাতে নয়া পন্থা ‘মাগা’ সমর্থকদের

ট্রাম্পের নির্দেশের পরেই দ্রুত আমেরিকায় ফেরার তোড়জোড় শুরু করেন ভারতীয় প্রযুক্তিকর্মীরা।

Donald Trump H1B visa new rule 4Chan start clog the toilet
Published by: Anustup Roy Barman
  • Posted:September 21, 2025 9:45 pm
  • Updated:September 21, 2025 9:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রোজেক্ট ‘ফায়ার ওয়ালে’ ভারতীয়দের ‘মার্কিন স্বপ্নে’ বিরাট আঘাত হেনেছেন ট্রাম্প। বাড়িয়ে দিয়েছেন H1B ভিসার দাম। মার্কিন নাগরিকদের অন্ন বাঁচাতেই নাকি এই পদক্ষেপ। কিন্তু নিজেদের নতুন এই দামের হাত থেকে বাঁচাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়রা।

Advertisement

H-1B ভিসার উপর ১০০,০০০ মার্কিন ডলার ফি আরোপের নির্দেশ আসার পরেই অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি রবিবার সকাল ৯:৩১ মিনিটের মধ্যে বিদেশে থাকা কর্মীদের আমেরিকায় ফিরে আসার নির্দেশ দেয়। এর ফলে জরিমানা এড়াতে অনেকেই তাড়াহুড়ো করে বুকিং শুরু করেন। তখনই হঠাৎ ভারত থেকে আমেরিকার বিমানের টিকিটের ভাড়া বেড়ে যায় রবিবার। ট্রাম্পের নির্দেশের পরেই বিমানের ভাড়া প্রায় ৪০,০০০ টাকা থেকে বেড়ে ৮০,০০০ টাকা হয়ে যায়। জানা গিয়েছে, এর পিছনে হাত রয়েছে 4Chan বলে এক অনলাইন ফোরামের। এই ফোরামের ব্যবহারকারীরা ভারতীয়দের মার্কিন মুলুকে আসা ঠেকাতে বিমানের টিকিট ব্লক করার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। এই ফোরামের ব্যবহারকারীরা টিকিট সংরক্ষণ করেছেন কিন্তু টিকিট কাটছেন না। এর ফলে নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না, কারণ টিকিট সংরক্ষিত দেখাচ্ছে। পাশপাশি বেড়ে যাচ্ছে টিকিটের দাম।

ট্রাম্পের বক্তব্যের দু’ঘন্টার মধ্যে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টিকিটের দাম ৩৭ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৮০ হাজার টাকা হয়ে যায়। এই ফোরামের কর্মকাণ্ডকে ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’ বলছেন তাঁরা। নিজেদের ফোরামে একটি ছবি পোস্ট করে তাঁরা। সেখানে বিস্তারিতভাবে লেখা হয় কীভাবে ভারতীয়দের টিকিট কেনা আটকানো সম্ভব। সেখানে বলা হয়, অনলাইনে ভারতের যে কোনও বিমানবন্দর থেকে আমেরিকার বিমানবন্দরের মধ্যে টিকিট খুঁজে সেই আসন সংরক্ষণ করতে হবে কিন্তু টাকা দিয়ে বুক না করলেও চলবে। কারণ বিমানসংস্থা টাকা না পেলেও ১৫ মিনিট ওই আসন সংরক্ষিত করে রাখবে। ‘মাগা’ সমর্থকদের এই ১৫ মিনিট নিজেদের কম্পিউটারে ওই স্ক্রিন খুলে রাখতে হবে এবং বার বার একই কাজ করতে হবে। ফোরামের পোস্টে বলা হয়, ‘ট্রাম্পের ঘোষণার পরে ভারতীয়রা জেগেছে। তাদেরকে ভারতেই রাখতে চান? তাহলে বিমানের রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন।’ একজন ব্যবহারকারী লেখেন তিনি প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন। এর থেকেই বোঝা যায় ‘মাগা’ সমর্থকদের এই প্রচেষ্টার ব্যাপ্তি ঠিক কতটা।

যদিও, পরবর্তীকালে হোয়াইট হাউস জানিয়েছে, ইতিমধ্যেই যাঁদের কাছে এই ভিসা রয়েছে তাঁদেরকে বেশি টাকা দিতে হবে না। যদিও ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ট্রাম্পের নির্দেশের পরেই মেটা এবং মাইক্রোসফটের মতো সংস্থাগুলি তাঁদের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকায় ফেরার নির্দেশ দেয়। আমেরিকার বাইরে থাকা বিদেশি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা ফের আমেরিকা ছাড়ার আগে নতুন নির্দেশের অপেক্ষা করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ