সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ দিন নয়। ১০ থেকে ১২ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামান। না হলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে। রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।
বর্তমানে স্কটল্যান্ড সফরে রয়েছেন ট্রাম্প। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আমি হতাশ। ৫০ দিন নয়। আমি নতুন সময়সীমা বেঁধে দিচ্ছি। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে হবে রাশিয়াকে। না হলে আমেরিকা মাস্কোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করবে।” ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট অবস্থান নিয়েছেন। দু’দেশের মধ্যে শান্তি স্থাপন হলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। মানুষের প্রাণ বাঁচাতে এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই।” যদিও রাশিয়ার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ট্রাম্প একটি খেলা খেলছে। যার পরণতি ভয়ংকর হতে পারে। দু’দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে।’
প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি। বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাঁটা এখন রাশিয়া। সম্প্রতি রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। বলেন, “৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক আলোপ করবে আমেরিকা।” কিন্তু তারপরও নির্বিকার মাস্কো। এই পরিস্থিতেতে যুদ্ধ বন্ধের নতুন সময়সীমা বেঁধে দিয়ে রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.