Advertisement
Advertisement
Donald Trump

‘পাকিস্তানকে ভালোবাসি, তাই থামিয়েছি’, সংঘর্ষবিরতি নিয়ে ফের কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন ট্রাম্প

মোদির সঙ্গে কথা বলার কয়েকঘণ্টা পরেই সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প।

Donald Trump claim credit for ceasefire after speaking to Modi
Published by: Anwesha Adhikary
  • Posted:June 18, 2025 11:07 pm
  • Updated:June 19, 2025 12:35 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায়, পাকিস্তানকে তিনি খুব ভালোবাসেন। সেকারণেই ভারত-পাক সংঘাত থামিয়ে দিয়েছেন। উল্লেখ্য, অতীতে একাধিকবার সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। যদিও সেই দাবি বারবার খারিজ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্পষ্ট বলেছেন, ভারত-পাক সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না।

Advertisement

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা আমি থামিয়ে দিয়েছি। আসলে পাকিস্তানকে খুব ভালোবাসি।” সঙ্গে আরও বলেন, “মোদি দারুণ মানুষ। কাল রাতেই ওর সঙ্গে কথা হয়েছে।” উল্লেখ্য, জি৭ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন ট্রাম্পও। কথা ছিল জি৭ বৈঠকের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আচমকাই আমেরিকা ফিরে যেতে হয়েছে ট্রাম্পকে।

তারপরই মার্কিন প্রেসিডেন্টের আগ্রহে বুধবার টেলিফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিসরি এই সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এদিনের কথোপকথনে মোদি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। কিন্তু এই ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই মোদির কথাকে নস্যাৎ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, সংঘর্ষবিরতির দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তাঁর মধ্যস্ততাতেই দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মধ্যেকার যুদ্ধ থেমেছে। ক’দিন আগে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসার সঙ্গে আলাপচারিতাতেও তিনি দাবি করেন, বাণিজ্যের শর্তেই ভারত-পাক সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। যার মধ্যস্ততা তিনিই করেছেন। বারবার ভারতের তরফ থেকে এই দাবি নাকচ করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ