Advertisement
Advertisement
Donald Trump

দিল্লিকে বন্ধুত্বের বার্তা দিয়েও ইউরোপীয় ইউনিয়নকে ভারতের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর ‘পরামর্শ’ ট্রাম্পের!

ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই!

Donald Trump asks EU for 100% tariffs on India
Published by: Biswadip Dey
  • Posted:September 10, 2025 12:26 pm
  • Updated:September 10, 2025 12:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্রমেই চাপ বাড়াতে উদ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার উপরে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চিনের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাতে বললেন তিনি। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দেন, মোদির সঙ্গে কথা বলতে চান তিনি। আবার সেদিনই তিনি ইউরোপীয় ইউনিয়নকে অন্য কথা বললেন তিনি। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কনফারেন্স কলে কথা বলছিলেন ট্রাম্প। সেই সময়ই তিনি চিন ও ভারতের উপরে একশো শতাংশ শুল্ক চাপানোর কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, ”বাধ্যতামূলক ভাবেই এটা করতে হবে। নাটকীয় শুল্ক আরোপ করতে হবে ততক্ষণ, যতক্ষণ না চিন বা অন্য দেশ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে।”

প্রসঙ্গত, ভারত-মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে।’

এই পরিস্থিতিতে ট্রাম্পের এহেন আচরণ ঘিরে স্বাভাবিক ভাবেই বিস্মিত ওয়াকিবহাল মহল। বলে রাখা ভালো, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথানত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি দুই দেশের। তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করে আমেরিকা। চাপানো হয় ৫০ শতাংশ শুল্ক। বাণিজ্যচুক্তির কোনও অগ্রগতি না-হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। পরিস্থিতি যে পথে এগোচ্ছিল তাতে মনে করা হচ্ছিল ভারত-মার্কিন সম্পর্ক এবার উলটো পথে বইবে। সেই সময়ই ট্রাম্পের মন্তব্য ঘিরে আশা জাগছে বটে। কিন্তু সেই সঙ্গেই ইউরোপীয় ইউনিয়নকে তিনি এমন কেন বললেন তা নিয়েও প্রশ্ন জাগছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ