ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়ন চলছে আমেরিকার। শুল্ক যুদ্ধের আবহে এবার ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সের্জিয়ো গোরকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্বও দেওয়া হবে বলে জানা গিয়েছে। ভারত-মার্কিন সম্পর্কের এই টালমাটাল পরিস্থিতিতে আরেক ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ সহযোগীর উপরেই ভরসা রাখছেন ট্রাম্প। প্রেসিডেন্টের আস্থাভাজন হলেও মার্কিন মুলুকে গোরকে নিয়ে বিতর্কও কম নেই।
৩৯ বছরের গোর বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল ডিরেক্টর পদে রয়েছেন। নিজের রাজনৈতিক জীবনে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ২০২০ সালে ট্রাম্পের প্রচারে যোগ দেন। এর পরেই দ্রুত মেক আমেরিকা গ্রেট এগেন ক্যাম্পেনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। ভারতে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত এরিক গারসেটির জায়গায় দায়িত্ব নেবেন গোর। বাইডেন জমানা শেষ হতেই ক্যালিফোর্নিয়ায় ফিরে যান গারসেটি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিয়ো গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসাবে কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসাবে সার্জিয়ো এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় চার হাজার জনকে নিয়োগ করেছেন। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিয়ো হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।” ভারতকে সব থেকে জনবহুল অঞ্চল হিসেবে বর্ণনা করে ট্রাম্পের দাবি, এশিয়ার সবচেয়ে জনবহুল অঞ্চলে তাঁর কৌশলগত পরিকল্পনার জন্য গোরের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পেয়ে এক্স হ্যান্ডেলে গোর লেখেন, ‘এই দায়িত্ব আমার জীবনের সবথেকে বড় সম্মান।”
বিতর্কিত ব্যক্তিত্ব গোরের বিরুদ্ধে অতীতে মুখ খোলেন এলন মাস্ক। হোয়াইট হাউসে থাকাকালীন গোরকে ‘সাপ’ বলে কটাক্ষ করেন এলন। রিপাবলিকান রাজনীতিতে কিশোর বয়স থেকে যুক্ত থাকা গোরের বিরুদ্ধে নিজের নথি সঠিকভাবে জমা না দেওয়ার অভিযোগ করেন মাস্ক। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও আনা হয়। গোরের জন্ম উজবেকিস্তানে হলেও দীর্ঘদিন নিজের জন্মস্থান হিসেবে মাল্টার নাম বলেছেন তিনি। এই খবর জানাজানি হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। যদিও এই দাবি নস্যাৎ করের আইনজীবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.