সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের শারীরিক অবস্থার কথা লুকোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভুগছেন ডিমেনশিয়া তথা স্মৃতিভ্রংশের অসুখে। এমনটাই মনে করে মার্কিন জনতার বড় অংশ। সম্প্রতি একটি পোলের ফলাফল সামনে আসতেই এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত বছর তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন সামনে এসেছিল। পরে তিনি সরে দাঁড়ান প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে। সম্প্রতি অশীতিপর ডেমোক্র্যাট নেতার ক্যানসার ধরা পড়েছে।
৪৫ শতাংশ মোট ১৬৬০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ২৩ থেকে ২৬ মে। আর সেই ইউগভ/ ইকোনমিস্ট পোলে দেখা গিয়েছে, মার্কিন নাগরিক বিশ্বাস করেন ৭৮ বছরের ট্রাম্প তাঁর শারীরিক অবস্থা নিয়ে একেবারেই অথবা খুব বেশি পরিষ্কার ভাবে জানাচ্ছেন না। তবে কিছু মানুষ অবশ্য মনে করছেন এমন দাবি সত্যি নয়। আবার ৬২ শতাংশ মানুষের মতে, মার্কিন প্রেসিডেন্টের অবশ্যই নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে জানানো উচিত। উলটো মত ২৮ শতাংশের। এদিকে ৮২ মানুষ জানিয়েছেন, বাইডেন নিজের শারীরিক অবস্থার কথা চেপে গিয়েছিলেন।
এদিকে গত এপ্রিলেই হোয়াইট হাউসের এক চিকিৎসক জানিয়েছিলেন, ট্রাম্পের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুই-ই চমৎকার অবস্থায় রয়েছে। তবে এতে খুব বেশি আশ্বস্ত হচ্ছেন না অনেকেই। তাঁদের দাবি, বাইডেনের ক্ষেত্রেও চিকিৎসকরা এমন দাবি করেছিলেন। কিন্তু অচিরেই পরিষ্কার হয়ে যায়, আসল সত্যিটা। ফলে ট্রাম্পও যে আসলে অসুস্থ, এটা বিশ্বাস করছেন তাঁরা।
প্রসঙ্গত, গত মার্চে ট্রাম্পের স্বাস্থ্যের অবনতির গুঞ্জন ছড়িয়েছিল। পরে এক ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল, ডান পা খুঁড়িয়ে হাঁটছেন তিনি। আগাগোড়াই টলমল করছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই উঠতে থাকে প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প কি অসুস্থ? এবার দেখা গেল, বহু মার্কিন নাগরিকই বিশ্বাস করেন ট্রাম্প সুস্থ নন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.