Advertisement
Advertisement
Donald Trump

রুশ তেল কমদামে কিনে লাভ করছে ভারতের ব্রাহ্মণরা! জাতিবিদ্বেষী মন্তব্য ট্রাম্পের পরামর্শদাতার

নরেন্দ্র মোদির চিন সফরের মাঝেই নাভারোর মুখে শোনা গেল এই কথা।

Donald Trump aid peter Navaro attack India over russian oil

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 1, 2025 10:31 am
  • Updated:September 1, 2025 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার মার্কিন আক্রমণের মুখে ভারত। একের পর এক বোমা ফাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। রাশিয়ান তেল কেনা নিয়ে এবার জাতি বিদ্বেষী মন্তব্য করলেন ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাভারো। গত সপ্তাহেই রুশ তেল প্রসঙ্গে ভারতকে আক্রমণ করেন নাভারো। এবার মাত্রা বাড়লো আক্রমণের।

Advertisement

নাভারো বলেন, “ভারত ক্রেমলিনের জন্য লন্ড্রি ছাড়া আর কিছুই নয়…আপনি ভারতীয় জনগণের খরচে ব্রাহ্মণদের মুনাফা অর্জন করতে সাহায্য করেছেন। আমাদের এটি বন্ধ করা দরকার।” কিন্তু কেন হঠাৎ ব্রাহ্মণদের কথা বললেন তিনি, সেই বিষয়ে কিছুই খোলসা করেননি নাভারো। তাঁর দাবি, রাশিয়ার থেকে কম দামে তেল কিনে পরিশোধন করছে ভারত। তারপর পরিশোধিত তেল বিক্রি করছে ইউরোপের কাছে। তাঁর দাবি, মস্কো এবং বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। নাভারো বলেন, “মোদী একজন বড় নেতা… আমি বুঝতে পারছি না বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হয়েও কেন তিনি ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্ব করছেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফরের মাঝেই নাভারোর মুখে শোনা গেল এই কথা। চিনে এসসিও বৈঠকে জিনপিং এবং পুতিনের সঙ্গে মোদির ছবি, বদলাতে থাকা সমীকরণের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের কাছে পৌঁছে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দিনকয়েক আগে নাভারো বলেন, ভারতের রুশ তেলের দরকার নেই। কেবল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত। তাঁর মতে, “২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করল, তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র ১ শতাংশ তেল কিনত রাশিয়া থেকে। কিন্তু বর্তমানে সেটা ৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। আসলে ভারতের রুশ তেলের দরকার নেই। এখন ওরা মুনাফা লোটার ছক কষছে। ক্রেমলিনের লন্ড্রি হিসাবে কাজ করছে ভারত।” তাঁর কথায়, শুল্ক বাবদ ভারত বিরাট অর্থ লাভ করছে। সেই অর্থ দিয়ে রুশ তেল কিনছে। ভারতের থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে অস্ত্র বানাচ্ছে রাশিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement