Advertisement
Advertisement
Diwali

দিওয়ালি উদযাপনে ‘বাধা’ ব্রিটেনে! ক্ষুব্ধ হিন্দুরা, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

গত বছর দিওয়ালির এই উদযাপনে অন্তত ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

Cutback in Diwali celebration of Leicester, England, Hindus fume

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 5, 2025 4:05 pm
  • Updated:September 5, 2025 4:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনে দিওয়ালি উদযাপনের অনুমতি মিলছে না! জানা গিয়েছে, প্রত্যেক বছর ইংল্যান্ডের লেস্টারে ধুমধাম করে দিওয়ালি পালিত হয়। কারণ এই শহরে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। কিন্তু এবছর দিওয়ালি উপলক্ষে বাজি ফাটানো এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেয়নি লেস্টারের প্রশাসন।

Advertisement

গত কয়েকবছর ধরেই লেস্টারের বেলগ্রেভ রোডের বিখ্যাত গোল্ডেন মিলে দিওয়ালির বিশেষ উদযাপন হয়। গোটা এলাকা আলোয় সাজানো হয়। সঙ্গে আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, দিওয়ালির বিশেষ খাওয়াদাওয়া-সবই হয়। কিন্তু সম্প্রতি প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, গত বছর দিওয়ালির এই উদযাপনে অন্তত ৫০ হাজার মানুষ শামিল হয়েছিলেন। তার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে। সেকথা মাথায় রেখেই এবার আতশবাজি ফাটানো এবং মেলার অনুমতি মিলবে না। কেবল আলোয় সাজানো হবে গোটা এলাকা।

গোটা ঘটনায় ক্ষুব্ধ লেস্টারের স্থানীয় এমপি শিবানী রাজা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভারতের বাইরে সবচেয়ে বড় দিওয়ালি উদযাপনের মধ্যে অন্যতম হল লেস্টারের দিওয়ালি। কিন্তু সেই উদযাপন এবার বন্ধ হওয়ার মুখে। নিরাপত্তার দোহাই দিয়ে আমাদের দিওয়ালি উদযাপন বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।’ দিওয়ালির উদযাপন আগের মতোই যেন হয়, এই মর্মে সরকারের কাছে চিঠিও লিখেছেন শিবানী। উল্লেখ্য, যে প্রাঙ্গণে দিওয়ালি আয়োজিত হত, তাদের তরফে নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছিল। 

উল্লেখ্য, গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দিওয়ালি উদযাপনে আমিষ খাবার এবং মদ পরিবেশন করা হয়েছিল। সেই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এছাড়াও সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে লেস্টারে। ২০২২ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংঘাত শুরু হয়। ৪০ জনেরও বেশি গ্রেপ্তার হন। সবমিলিয়ে দিওয়ালি উদযাপনের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় হিন্দুরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ