সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান আছে পাকিস্তানেই (Pakistan)। একে তো অর্থনৈতিক সঙ্কটের ধাক্কায় জেরবার প্রতিবেশী দেশটি। এবার নির্বাচন ঘিরেও ছড়িয়েছে চাঞ্চল্য। এখনও পরিষ্কার নয়, কারা বসতে চলেছে মসনদে। এমতাবস্থায় সোশাল মিডিয়ায় ভাইরাল আজব এক ভিডিও (Viral Video)। যা দেখে থ নেটিজেনরা। সেই ভিডিওয় দেখা যাচ্ছে বেলুনের জায়গায় কন্ডোম ওড়াচ্ছেন কোনও এক দলের সমর্থকরা। জয় উদযাপনের এমন ছবিতে তাক লেগেছে সকলের।
কোন দলের সমর্থক তাঁরা তা অবশ্য জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ওই কাণ্ড ঘটেছে পাকিস্তানে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কী করে এমন এক কাণ্ড ঘটানোর কথা ভাবলেন সমর্থকরা। এর পিছনে কী কোনও বার্তা রয়েছে? তা জানা যায়নি। তবে কোনও বিশেষ উদ্দেশ্যেই হোক বা নেহাতই মজা, যে কারণেই এই কীর্তি করে থাকুন ওই সমর্থকরা, এমন কাজ যে নিন্দিত হবে তা স্বাভাবিক। এই ধরনের রুচিহীন কী করে কেউ করার কথা ভাবতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
رفتار کی لائیو ٹرانسمیشن کے دوران عدیل اظہر نے انتخابی مہم کی ایک فوٹیج چلادی، دیکھیں پھر کیا ہوا۔۔
— Raftar (@raftardotcom)
উল্লেখ্য, বৃহস্পতিবার ৮ অক্টোবর পাক সংসদের নিম্নকক্ষ ন্যাশনল অ্যাসেম্বলির ২৬৫ আসনে ভোট হয়। বলে রাখা ভালো, ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা ৩৩৬। ম্যাজিক ফিগার ১৬৯। ফলে সরকার গড়তে ২৬৫ মধ্যে ১৩৩টি আসনে জয়লাভ করতে হবে। শেষপর্যন্ত কারা শেষ হাসি হাসে, সেদিকেই নজর সকলের। এর মধ্যেই এমন এক ঘটনায় তোলপাড় নেট দুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.