Advertisement
Advertisement

মধুচন্দ্রিমায় যেতে নিজের সম্মান বিকিয়ে দিলেন নববধূ

দেখুন ভিডিও৷

Chinese newlywed 'allows guests to molest her during the ceremony to raise money for her honeymoon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 6:21 pm
  • Updated:October 11, 2016 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে নতুন দম্পতিকে আশীর্বাদ করা বা উপহার দেওয়ার ঘটনা তো আকছার ঘটছে৷ কিন্তু নববধূকে বিয়ের অনুষ্ঠানে যৌন হেনস্তা করার ঘটনা দেখে চোখ কপালে ওঠার জোগার! হবে নাই বা কেন? সম্প্রতি উত্তর চিনের এক বিবাহ অনুষ্ঠানে দেখা গেল নববধূ বিয়ের ঝলমলে পোশাকে আগত অতিথিদের হাতে নিজের সম্মান রীতিমতো বিকিয়ে দিচ্ছেন৷ একদিকে অতিথিদের হাত থেকে টাকা নিচ্ছেন আর অন্যদিকে তাঁদের নিজের স্তন স্পর্শ করার অধিকার দিচ্ছেন৷ এতেই থেমে নেই, ফুটেজে দেখা গিয়েছে, নববধূ আগত এক অতিথির মুখ টেনে নিজের বুকে স্পর্শ করাচ্ছেন৷

Advertisement

নবদম্পতির এহেন আচরণ প্রকাশ্যে আসার পরেই ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ স্বামী এবং অন্যান্য আত্মীয় এবং অতিথিদের সামনে এমন কাণ্ড কেন ঘটালেন নববধূ তা নিয়েও প্রশ্ন জাগছে৷

যদিও তাঁর এই অদ্ভুত কাণ্ডর একটি আরও অদ্ভুত ব্যাখ্যা পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে মধুচন্দ্রিমায় যাওয়ার জন্য টাকা দম্পতির কাছে ছিল না৷ আর তাই মধুচন্দ্রিমায় যাওয়ার টাকা সংগ্রহ করতেই নাকি এই উপায় বেছে নিয়েছিলেন নববধূ!

দেখুন ভিডিও:

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement