সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সময় ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানকে মোটেই সাহায্য করেনি চিন। এমনটাই দাবি করলেন সেদেশের বিদেশমন্ত্রকে মুখপাত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাও নিং স্পষ্ট বলেন, পাকিস্তান এবং চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু কোনও তৃতীয় পক্ষকে আক্রমণ করে না চিন। উল্লেখ্য, দিনকয়েক আগেই ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং দাবি করেছিলেন, পাকিস্তানকে সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করেছে চিন ও তুরস্ক।
গত শুক্রবার ভারতীয় সেনার শীর্ষকর্তা বলেছিলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে সামনে থেকে হয়তো শুধু পাকিস্তানই লড়ছিল। কিন্তু পিছন থেকে দুটি দেশ সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে। একটি চিন এবং দ্বিতীয়টি তুরস্ক। তাঁর কথায়, “আমাদের সামনে সীমান্ত হয়তো একটাই ছিল। কিন্তু প্রতিপক্ষ ছিল আসলে তিন জন। পাকিস্তানই সামনে ছিল। কিন্তু তাদের সবরকমভাবে সাহায্য করেছে চিন ও তুরস্ক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে যে অস্ত্র ব্যবহার করেছে, সেগুলির ৮১ শতাংশই চিনের সামগ্রী দিয়ে তৈরি। অস্ত্রও চিনের। আসলে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তিপরীক্ষা করে নেয় চিন। ওরা পাকিস্তানকে নিজেদের অস্ত্রের লাইভ ল্যাব (পরীক্ষাগার) হিসাবে ব্যবহার করছিল।”
ভারতীয় সেনাকর্তার এই মন্তব্য নিয়েই সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্রকে। তিনি সাফ জবাব দেন, “এমন কোনও তথ্য আমার জানা নেই। এটুকু বলতে পারি পাকিস্তান এবং চিন ঘনিষ্ঠ প্রতিবেশী, দীর্ঘদিনের বন্ধু। প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা কোনও তৃতীয় পক্ষকে নিশানা করি না।” অর্থাৎ অপারেশন সিঁদুরের সময়ে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ‘ধার করা ছুরি’ দিয়ে ভারতের রক্তপাত ঘটানোর চেষ্টা করেনি চিন, এমনটাই দাবি মাওয়ের।
বরং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পক্ষে সওয়াল করেছেন মুখপাত্র। তিনি বলেন, “বর্তমান সময়টা দুই দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হচ্ছে। নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্ক এভাবেই দৃঢ় হোক আমরা সেটাই চাই।” ভারত-পাক সংঘাত মেটাতে দুই দেশ আলোচনায় বসুক, এমনটাই দাবি করেছেন মাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.