সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভারপুলের বিজয়যাত্রায় ভয়ংকর দুর্ঘটনা। মিছিল চলাকালীন আচমকা দ্রুত গতিতে একটি গাড়ি এসে পরপর অন্তত ৫০ জনকে ধাক্কা মারে। সবমিলিয়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ইপিএল চ্যাম্পিয়নদের বিজয় শোভাযাত্রা ঘিরে। ‘ঘাতক’ গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনও যোগ নেই।
দীর্ঘদিন পরে ইপিএল এসেছে ক্লাবে। সেই আনন্দে সোমবার বিজয় মিছিলের আয়োজন করেছিল লিভারপুল কর্তৃপক্ষ। ফুটবলার, কোচ-সহ দলের প্রত্যেককে নিয়ে হুডখোলা বাসে চেপে শহরের রাস্তায় প্রদক্ষিণ করার পরিকল্পনা ছিল ইপিএল চ্যাম্পিয়নদের। প্রিয় দলের সঙ্গে উদযাপনে মেতে উঠতে পথে নেমেছিলেন বহু মানুষ। ঠিক সেই সময়েই ভয়ংকর দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় আহত হন অন্তত ৫০ জন। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ২৭ জনকে, তাদের মধ্যে রয়েছে ৪ শিশুও।
Further footage of the incident in Liverpool involving a car. This is not my footage.
— Martin in Monmouthshire (@MartinMonmouth1)
প্রত্যক্ষদর্শীদের মতে, বিজয় শোভাযাত্রায় ঢুকে পড়ে কয়েকজনকে ধাক্কা মারে দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি। তারপর গতি কমানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ‘ঘাতক’ গাড়ির উপর চড়াও হন মিছিলে যোগ দেওয়া ফুটবলপ্রেমীরা। সম্ভবত তাদের ‘শিক্ষা দিতে’ই ফের গাড়ির গতি বাড়ান চালক। ধাক্কা মারেন অনেককে, তাদের অধিকাংশই চিকিৎসাধীন। শেষ পর্যন্ত অবশ্য গাড়ি নিয়ে পালাতে পারেননি চালক। পুরোপুরি গাড়িটি থামার পর ফের চড়াও হন আমজনতা। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। গাড়িচালক ৫৩ বছর বয়সি ব্রিটিশ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভয়ংকর ঘটনা ঘটলেও তাতে জঙ্গি যোগ দেখছে না স্থানীয় পুলিশ। কেন এমন ঘটনা ঘটল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। যেভাবে দ্রুততার সঙ্গে কাজ করেছে পুলিশ এবং অন্যান্য বাহিনী, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.