Advertisement
Advertisement
Bilawal Bhutto

‘সিন্ধুতে বাঁধ দিলেই যুদ্ধ’, মুনিরের পর এবার ভারতের ৬ নদী দখলের হুমকি বিলাওয়াল ভুট্টোর

১০টি মিসাইল ছুড়ে বাঁধ ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছিলেন পাক সেনাপ্রধান মুনির।

Bilawal Bhutto war threat to India over Indus waters treaty
Published by: Amit Kumar Das
  • Posted:August 12, 2025 2:07 pm
  • Updated:August 12, 2025 7:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতি সম্পন্ন হলেও তার রেশ এখনও জারি রয়েছে। আমেরিকা থেকে পাক সেনা প্রধানের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো। জানালেন, ভারত যদি সিন্ধু নদীর উপর বাঁধ দেয়, তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, সিন্ধু-সহ ভারতের ৬ নদী দখল করারও হুমকি দিলেন ভুট্টো।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ২৬ জন পর্যটকের মৃত্যুর পালটা অপারেশন সিঁদুরের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে অন্যতম ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে। সিন্ধুতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। এর প্রেক্ষিতেই যুদ্ধের হুমকি দিয়ে ভুট্টো বলেন, “যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদীর উপর কোনওরকম কাটাছেঁড়া করেন তাহলে তা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আমাদের সভ্যতার উপর হামলা।” পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, “যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা।”

ভুট্টোর এই হুঁশিয়ারি এমন সময়ে এল যখন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনা প্রধান। রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ সিন্ধুর উপর বাঁধ প্রসঙ্গে মুনির আরও বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।’’

প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। তবে চুক্তির শর্ত অনুযায়ী, ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না। কিন্তু দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল, সিন্ধু জলচুক্তিতে সংশোধন করতে হবে। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে। গতবছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাদকে কড়া নোটিসও পাঠায় ভারত। তবে পহেলগাঁও হামলার পরে সিন্ধু জলচুক্তি নিয়ে চরম পদক্ষেপ করেছে ভারত। ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে আগেই তোপ দেগেছে পাকিস্তান। আর এবার এই ইস্যুতে ফের হুঙ্কার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর গলায়। যদিও ভারত সেই হুমকিকে বিশেষ পাত্তা দিতে নারাজ। এখন দেখার আগামী দিনে এই জল কতদূর গড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ