Advertisement
Advertisement
Godel Prize

৩০ বছরের ‘অসাধ্য’ সমস্যার সমাধান, কম্পিউটার সায়েন্সের ‘নোবেল’ বাঙালি গবেষকের

মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ঈশানের জীবনের শুরুটা কেটেছে ভারতেই।

Bengali researcher Eshan Chattopadhyay wins Godel Prize
Published by: Anwesha Adhikary
  • Posted:June 18, 2025 5:31 pm
  • Updated:June 18, 2025 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্পিউটার সায়েন্সের ‘নোবেল’ পেলেন বাঙালি বিজ্ঞানী। জানা গিয়েছে, চলতি বছরের গোডেল প্রাইজ পেয়েছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ঈশান চট্টোপাধ্যায়। গত ৩০ বছর ধরে হাজারো চেষ্টা করেও বিজ্ঞানীরা যে সমস্যার সমাধান করতে পারেননি, সেই সমাধান করে দেখিয়েছেন ঈশান। সেই কীর্তির স্বীকৃতি হিসাবেই এবছরের গোডেল প্রাইজ পেলেন তিনি।

Advertisement

র‍্যান্ডামনেস এক্সট্র্যাকশন নামে একটি বিষয়ে গবেষণা করেছেন ঈশান। অপেক্ষাকৃত দুর্বল সোর্স থেকেও কীভাবে উপযুক্ত র‍্যান্ডমনেস তৈরি করা যায়, সেই পন্থাই আবিস্কার করেছেন তিনি। যদিও এতদিন ধরে বিশ্লেষকরা মনে করতেন, এইভাবে র‍্যান্ডমনেস তৈরি করা যায় না। ঈশানের গবেষণা দেখিয়েছে, দুর্বল সোর্স থেকেও উপযুক্ত র‍্যান্ডমনেস তৈরি করা যায়। মূলত ক্রিপটোগ্রাফি, সুরক্ষিত যোগাযোগ এবং ডেটা কম্প্রেশনের মতো ক্ষেত্রে এই র‍্যান্ডমনেস প্রয়োজন হয়। ঈশানের এই গবেষণা আগামী দিনে প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব আনবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ঈশানের জীবনের শুরুটা কেটেছে ভারতেই। কানপুর আইআইটি থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেন তিনি। তারপর ডক্টরেট করতে বিদেশে পাড়ি দেন। বিখ্যাত বিজ্ঞানী ডেভিড জুকারম্যানের অধীনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করেন। তারপরেও কম্পিউটার সায়েন্সের একাধিক বিষয় নিয়ে গবেষণা করেছেন ঈশান। ২০১৮ সাল থেকে কর্নেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। গত বছর সেখানকার অ্যাসোসিয়েট প্রফেসর হন।

তবে গোডেল প্রাইজ পাওয়া গবেষণার কাজ শুরু হয়েছিল বহু আগে সালে। দীর্ঘদিন গবেষষণার পর ২০১৯ সালে প্রকাশিত হয় ঈশানের গবেষণাপত্র ‘এক্সপ্লিসিট টু-সোর্স এক্সট্র্যাক্টরস অ্যান্ড রেজিলিয়েন্ট ফাংশনস’। কম্পিউটার সায়েন্সের দুনিয়ায় নতুন দিশা দেখানো এই গবেষণাকে স্বীকৃতি দিয়েই ঈশানের হাতে তুলে দেওয়া হল গোডেল প্রাইজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement