সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘাতের আবহেই স্বাধীনতা পেল বালোচিস্তান! বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালোচ এমনটাই দাবি করেছেন সোশাল মিডিয়ায়। তাঁর কথায়, স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের। রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালোচ বিদ্রোহীরা। ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের আবহে কি তাঁদের লক্ষ্য পূরণ হল?
বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালোচিস্তানে। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ হয়। অন্তত ১২ সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক-সহ আরও অনেকে। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এদিনই দুপুর ২টো ৪০ মিনিটে কেছের কুলাগ তিগরানেও রিমোট কন্ট্রোল পরিচালিত আইইডি বিস্ফোরণ হয়। তাতে বম্ব ডিসপোজাল স্কোয়াডের দুই আধিকারিকের মৃত্যু হয়।
এই ঘটনার পর বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে বালোচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করেন মির। তার সঙ্গে লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালোচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা আর্জি জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হঠানো হোক।”
মির আরও জানিয়েছেন, দ্রুতই স্বাধীন বালোচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অ-বালোচদের। ক্যাবিনেটে বালোচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালোচিস্তান। তবে বালোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে। ভারত-পাক সংঘাতের মধ্যে পুরো ভূখণ্ড কি চলে আসবে বালোচদের দখলে?
Hey Na-Pakistan
If you have an army , we Baloch have our army too.
Baloch freedom fighters attack.
— Mir Yar Baloch (@miryar_baloch)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.