Advertisement
Advertisement
America

জর্জিয়ার হুন্ডাইয়ের কারাখানায় হানা ট্রাম্প প্রশাসনের, গ্রেপ্তার ৪৭৫ ‘অবৈধ’ অভিবাসী

দেশে পাঠানো হবে বন্ধু দেশের 'বন্ধু' রাষ্ট্রের ৩০০-র বেশি শ্রমিককে।

America immigration raid in Georgia and arrested 475
Published by: Kishore Ghosh
  • Posted:September 7, 2025 4:42 pm
  • Updated:September 7, 2025 6:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা শুধুমাত্র আমেরিকানদের! এমন জাতীয়তাবাদী কড়া অভিবাসী নীতির কারণে সমলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ধনকুবের প্রেসিডেন্ট যে নিজের পথ থেকে সরছেন না, সেকথা ফের স্পষ্ট করে দিলেন। এবার অবৈধ অভিবাসীদের খোঁজে দক্ষিণ-পূর্ব জর্জিয়ায় হুন্ডাইয়ের কারাখানায় হানা দিল মার্কিন তদন্তকারীদের একটি দল। বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পর ওই কারখানা থেকে ৪৭৫ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে এদের মধ্যে অধিকাংশই আমেরিকার বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ার বাসিন্দা।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্পের নির্দেশেই হুন্ডাইয়ের কারাখানায় হানা দেয় মার্কিন তদন্তকারী দল। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে কথা বলেছে আমেরিকার প্রশাসন। অবৈধ অভিবাসী শ্রমিকদের দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হবে। জর্জিয়ার এলাবেল এলাকায় অবস্থিত হুন্ডাইয়ের ওই কারখানাটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৫০০ জন মার্কিন অফিসার সেখানে পৌঁছান। তাঁরা রাত ৮টা পর্যন্ত কারখানায় ছিলেন। ওই সময় শ্রমিকদের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। তখনই ৪৭৫ জন শ্রমিককে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ কোরিয়া সরকারের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে ৩০০ জনেরও বেশি সে দেশের নাগরিক। এরপর সবচেয়ে বেশি ২৩ জন মেক্সিকোর নাগরিক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই ঘটনার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন। যোগাযোগ করেন ওয়াশিংটনের সঙ্গে। এরপরেই দক্ষিণ কোরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ