Advertisement
Advertisement
Gaza

গাজা থেকে উৎখাত হবেন ২০ লক্ষ বাসিন্দা! ঠাঁই হবে কোথায়? প্রকাশ্যে ট্রাম্প-নেতানিয়াহুর ‘নীল নকশা’

অস্থায়ীভাবে গাজাবাসীদের পাঠানো হবে মিশর, কাতারের মতো দেশগুলিতে।

America considers taking full control of Gaza, displacing all its people under new plan

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 1, 2025 7:20 pm
  • Updated:September 1, 2025 7:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস নিধন যজ্ঞে নেমে গাজাকে কার্যত ‘নরকে’ পরিণত করেছে ইজরায়েল। গোটা গাজা হয়ে উঠেছে আস্ত ধ্বংসস্তূপ। এহেন পরিস্থিতির মাঝেই জানা গেল গাজা থেকে ২০ লক্ষ বাসিন্দাকে সরানোর প্রস্তুতি শুরু হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উৎখাত পরিকল্পনার ‘নীল নকশা’ প্রকাশ্যে আনল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

Advertisement

মার্কিন আধিকারিকদের কাছে থাকা নথিপত্রের তথ্য তুলে ধরে ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আমেরিকা গাজাকে নতুন করে সাজিয়ে তোলার নয়া পরিকল্পনা করেছে। যে পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘গ্রেট’ (Gaza Reconstitution, Economic Acceleration, and Transformation)। এই প্রকল্পে সেখানকার ২০ লক্ষ বাসিন্দাকে অস্থায়ীভাবে সরানো হবে মিশর, কাতারের মতো দেশগুলিতে। যতদিন না গাজাকে নতুন করে সাজানো হচ্ছে ততদিন দেশছাড়া হয়ে থাকতে হবে বাসিন্দাদের। প্রকল্প বাস্তবায়িত হতে অন্তত চার বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এই সময়কালে গাজার বাসিন্দাদের বাইরে থাকার ভাড়ার ভর্তুকি, ডিজিটাল টোকেন ও নগদ কিছু অর্থ দেওয়া হবে। এক বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করা হবে।

আমেরিকার পরিকল্পনা গাজাকে এক বিরাট পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলা। এখানে কৃত্রিম প্রযুক্তির সাহায্যে গঠিত হবে স্মার্ট সিটি। থাকবে, স্কুল হাসপাতাল, শিল্প, গ্রিন স্পেসের মতো ব্যবস্থা। প্রচুর সংখ্যায় আবাসন তৈরি করা হবে এখানে। সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর গাজার বাসিন্দারা সেই আবাসনে থাকতে পারবেন। গাজায় যাঁদের জমি রয়েছে সেই বাসিন্দারা পাবেন ডিজিটাল টোকেন। এই টোকেনের মাধ্যমেই পরবর্তীকালে গাজায় ফ্ল্যাট পাবেন বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত ট্রাম্পের এই পরিকল্পনায় বিদেশমন্ত্রকের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রকল্পে আমেরিকার কোনও অর্থ ব্যয় হবে না। বরং লাভবান হবে। প্রকল্প বাস্তবায়িত করতে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে আবেদন জানানো হবে। গাজায় বৈদ্যুতিন যান, বিমান থেকে ডেটা সেন্টার্সও তৈরি করা হবে। তৈরি হবে বিরাট বিরাট আবাসন। প্রকল্পে কেউ বিনিয়োগ করতে চাইলে, সর্বনিম্ন ১০০ মিলিয়ন ডলার থেকে বিনিয়োগ করতে পারবেন বিশ্বের ধনকুবেররা। তবে এই প্রকল্প বাস্তবায়িত হলে গাজার বাসিন্দারা আদৌ কতখানি লাভবান হবেন তা নিয়ে যথেষ্ট সন্দিহান ওয়াকিবহাল মহল। অনেকের গাজার বাসিন্দাদের ঘাড়ে বন্দুক রেখে ট্রাম্প নিজের ব্যবসা ফুলিয়ে তুলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ