Advertisement
Advertisement
Amazon

চাকরি খাবে AI? ফের বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটছে আমাজন!

সবচেয়ে বেশি কোপ পড়বে HR বিভাগে!

Amazon plans major layoffs, up to 15 per cent of HR staff
Published by: Biswadip Dey
  • Posted:October 15, 2025 12:08 pm
  • Updated:October 15, 2025 1:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বজুড়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক সংস্থা আমাজন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। ঠিক কতজনকে ছাঁটাই করা হবে এবং কোন সময়ে তা কার্যকর করা হবে, সেব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে, এআই-এর উপরে নির্ভরতা বাড়ার কারণেই কর্মী সঙ্কোচনের পথে হাঁটতে চাইছে জেফ বেজোসের সংস্থা। এবং এর সবচেয়ে বেশি কোপ পড়বে এইচআর বিভাগের উপরে! সেখানে ১৫ শতাংশ ছাঁটাই করা হবে বলেই দাবি।

Advertisement

প্রসঙ্গত, অতি সম্প্রতিই কিন্তু কর্মী ছাঁটাই করেছিল আমাজন। তবে তা ব্যাপক হারে ছিল না। মূলত পডকাস্ট শাখা ‘ওয়ান্ডারি’ এবং ‘আমাজন ওয়েব সার্ভিস’ থেকেই মূলত কিছু কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করতে চলেছে আমাজন, দাবি তেমনই। 

কোভিডপর্বে আমজন, ফ্লিপকার্টের মতো অনলাইন বিপণন সংস্থাগুলির রমরমা বেড়েছিল। যদিও পরবর্তী সময় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়। আর সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে আমাজন। যার এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাই। জানা যাচ্ছে, সম্প্রতি এআই গবেষণায় ব্যাপক টাকা ঢালতে শুরু করেছেন জেফ বেজোস। এবছর সব মিলিয়ে ওই খাতে বিনিয়োগের অঙ্ক ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল বিনিয়োগকে সমতা আনাটাও ছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আর এমনটা যে হবে সেটা কিন্তু জেফ বেজোস আগেই বলেছিলেন। 

গত জুনে তিনি বলেন, ”আমাদের আশা, আমাদের মোট কর্পোরেট কর্মী সংখ্যা হ্রাস হতে চলেছে। কারণ আমরা ব্যাপকভাবে এআই ব্যবহার করতে চলেছি, যাতে দক্ষতা বৃদ্ধি পায়।” উল্লেখ্য, কোভিড পর্বে ২০২১ সালের শেষ নাগাদ আমাজনের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষে। যদিও ২০২২ এবং ২০২৩ সালে মোট ২৭,০০০ কর্মীকে ছাঁটাই করে সংস্থাটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ