সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নিকটবর্তী দেশ হাইতি (Haiti)। রিখটার স্কেলে তীব্রতা ৭.২। শনিবার সেদেশের স্থানীয় সময় সকালবেলা (ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ) ভয়াবহ কম্পন অনূভূত হয় সেদেশের পশ্চিম অংশে। নিমেষে ধুলোয় মিশে যায় একাধিক বাড়ি-ঘর। চোখের সামনে থেকে উধাও হয়ে গেল রাস্তাঘাট। নির্দিষ্ট পরিসংখ্যান না মিললেও, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া জারি হয়েছে সুনামি সতর্কতাও।
L’hôpital général aux Cayes est débordé. Beaucoup de blessés. Beaucoup de maisons se sont effondrées aux Cayes. Dont un hôtel.
📷 Jose Flécher
Bilan partiel 14-08-21Advertisement— Frantz Duval (@Frantzduval)
সেদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে আচমকাই তীব্র কম্পনে কেঁপে ওঠে হাইতি। তাতেই একের পর এক বাড়ি ভেঙে পড়ে। রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। তবে অনেকেই চাপাও পড়ে যায়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পোর্ত-অউ-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিম এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে শুধু পশ্চিমভাগে নয়, গোটা দেশেই ভূমিকম্প অনুভূত হয় বলে খবর। এছাড়া মার্কিন মুলুকের আলাস্কা প্রদেশেও কম্পন অনূভূত হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
শনিবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে হাইতির সরকারের তরফ থেকে। তবে এই ঘটনায় কত জনের প্রাণহানি ঘটেছে, তার সরকারি হিসেব এখনও জানা যায়নি। সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান জেরি চ্যান্ডলার বলেন, ‘‘প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত। তবে এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি আমরা।’’ পাশাপাশি দ্রুত উদ্ধারকার্য চালানোর কথাও জানিয়েছেন তিনি।
It seems that has suffered major damage from this morning’s earthquake. Our hearts go out to the Haitian people w/sympathy & solidarity as they endure the aftermath of this tragic event.The international community must assist as quickly & generously as possible
— Mark Golding (@MarkJGolding)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.