Advertisement
Advertisement
Donald Trump

ভারত-পাক সংঘাতে ৪-৫টা যুদ্ধবিমান ধ্বংস! এবার দাবি ট্রাম্পের, ফের সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি

ফের পাকিস্তানের সুরে সুর ট্রাম্পের।

5 jets were shot down: Donald Trump again rakes up India-Pak conflict
Published by: Subhajit Mandal
  • Posted:July 19, 2025 9:21 am
  • Updated:July 19, 2025 9:31 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সময় ভারত-পাক সংঘাতে অন্তত ৪-৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, “ভারত ও পাকিস্তানের যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছিল। দুই দেশ একে অপরের দিকে ক্রমাগত আঘাত হানছিল। আমার মনে হয় ওই সংঘাতে অন্তত ৪-৫টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।” কোন পক্ষের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে? সে ইঙ্গিত ট্রাম্পের কথায় মেলেনি।

Advertisement

ভারত-পাক সংঘাত চলাকালীন পাকিস্তান দাবি করে ভারতের অন্তত ৬টা যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে একাধিক রাফালে জেটও রয়েছে। পালটা ভারতও পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংসের দাবি করেছে। যুদ্ধবিমান ধ্বংস প্রসঙ্গে পরে ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নেন, সংঘাতে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যা উল্লেখ করেননি তিনি। পরে রাফালের প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন নিশ্চিত করে দেয়, যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটিমাত্র রাফালে যুদ্ধবিমান হারিয়েছে। সেটাও শত্রুর আঘাতে নয়, ব্যবহারিক ভুলের জন্য।

এখন প্রশ্ন হল, ভারতের একটি মাত্র জেট হারিয়ে থাকলে ট্রাম্প ৪-৫টি জেট ধ্বংসের দাবি করছেন কীসের ভিত্তিতে? তাহলে কি সংঘাতে পাকিস্তানের যুদ্ধবিমান হারানোর খতিয়ানও দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট? নাকি পাকিস্তানের সুরে সুর মিলিয়ে তিনিও ভারতের ৪-৫টি জেট হারানোর দাবিতে সিলমোহর দিলেন?

এদিন আরও একবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যেকার রক্তক্ষয়ী ওই সংঘাত তিনিই থামিয়েছেন। আরও একবার মার্কিন প্রেসিডেন্ট জোর গলায় বললেন, বাণিজ্য চুক্তি না করার হুমকিতেই কাজ হয়েছে। এই নিয়ে অন্তত ২০ বার এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। নয়াদিল্লি অবশ্য আগেই এই মধ্যস্থতার তত্ত্ব খারিজ করেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট দমছেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ