সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার জেরে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকার উত্তরের পাহাড়ি অঞ্চলে। জানা গিয়েছে, বাসটি জিম্বাবোয়ে থেকে যাত্রী বোঝাই করে দেশে ফিরছিল। সেই সময় রাজধানী প্রোটিয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে লুই ট্রাইচার্ড শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের মুখপাত্র সাইমন জোয়ান বলেন, বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারায় বাসটি। উপর থেকে সোজা নিচে একটি বাঁধের উপর এসে পড়ে সেটি। দুর্ঘটনার একটি ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নীল রঙের একটি বাস কার্যত দুমড়ে মুচড়ে উলটে রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।
At least 42 people were killed in a bus crash in a mountainous region of northern South Africa, AP reported on Monday, citing authorities from the country.
— Reuters Africa (@ReutersAfrica)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই দুর্ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে মৃতের সঙ্গে আরও বাড়তে পারে।
সরকারের তরফে এই বিষয়ে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, বাসটি জিম্বাবোয়ে এবং মালাউইয় থেকে যাত্রী বহন করে দেশে ফিরছিল সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.