সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ অগস্ট থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। দুই দেশকে চিঠি দিয়ে এমনটাই জানাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ জুলাই অর্থাৎ বুধবার শেষ হচ্ছে ট্রাম্পের ‘পারস্পরিক শুল্কের’ স্থাগিতাদেশের সময়সীমা। তার আগেই এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যদি জাপান বা কোরিয়া আমেরিকার সঙ্গে কোনও প্রতিশোধমূলক আচরণ করে, তাহলে এই আমদানি শুল্ক আরও বৃদ্ধি করা হবে।
সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকসকে ‘আমেরিকাবিরোধী’ বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতও এই ‘ব্রিকস’-এর সদস্য। তবে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরেছে চিন। তাই বেজিংয়ের উপর ট্রাম্পের শুল্কবাণের খাঁড়া পড়বে না।
অন্যদিকে, সাম্প্রতিক অতীতে আমেরিকার সঙ্গেও ভারতের ঘনিষ্ঠতা বেড়েছে। দুই দেশের মধ্যে চলতি সপ্তাহে বাণিজ্যচুক্তি হতে পারে বলেও শোনা গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এরকম কিছু হয়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বন্ধুত্ব ভুলে ভারতের উপরও কি তাহলে নেমে আসবে ট্রাম্পের শুল্কবাণ? বিশেষজ্ঞদের মতে, আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভারতের সঙ্গে যদি আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত না হয়, তাহলে কথা মতো ভারত থেকে আমদানি করা পণ্যের উপরে ২৬ শতাংশ শুল্ক চাপাবে ট্রাম্প প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.