Advertisement
Advertisement
Libya

কাজের লোভ দেখিয়ে লিবিয়ায় ‘পাচার’ ১৭ ভারতীয় যুবক, ছ’মাস পরে ফিরলেন দেশে

দীর্ঘদিন জেলবন্দি ছিলেন ওই ১৭ শ্রমিক।

17 Indians jailed in Libya for six months, returns home | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2023 2:33 pm
  • Updated:August 21, 2023 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয়মাস ধরে মাফিয়াদের হাতে বন্দি ছিলেন তাঁরা। অবশেষে ভারতীয় দূতাবাসের উদ্যোগে দেশে ফিরে এলেন ১৭ জন যুবক। জানা গিয়েছে, কাজের লোভ দেখিয়ে তাঁদের লিবিয়ায় পাঠিয়েছিল এক ভুয়ো এজেন্ট। কিন্তু পরে ওই ১৭ যুবক জানতে পারেন, আসলে তাঁদের বিক্রি করে দেওয়া হয়েছে লিবিয়ায় (Libya)। পরে ভুয়ো ওয়ার্ক পারমিট নিয়ে দেশে ঢোকার অপরাধে জেলবন্দি করা হয় ১৭ জনকে।

Advertisement

ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে। পাঞ্জাব ও হরিয়ানা বাসিন্দা ১৭ জন যুবককে লিবিয়ায় চাকরির টোপ দেয় কয়েকজন এজেন্ট। চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রত্যকের থেকে ১৩ লক্ষ টাকাও নেয় তারা। আরবি ভাষায় লেখা ওয়ার্ক পারমিট তুলে দেওয়া হয় ১৭ যুবকের হাতে। তবে লিবিয়ায় পৌঁছে আর এজেন্টদের খোঁজ পাননি তাঁরা।

[আরও পড়ুন: দূরত্বের অবসান, অনেক বছর পর দাদা নরেন্দ্রর সঙ্গে সেলফিতে মজে ‘ক্যাপ্টেন কুল’]

তারপর থেকেই প্রবল সমস্যায় পড়েন ওই ১৭ জন। জল-খাবার না পেয়ে দীর্ঘদিন অমানুষিক পরিশ্রম করতে বাধ্য হন তাঁরা। জানতে পারেন, লিবিয়ায় মালিকদের হাতে তাঁদের বিক্রি করে দেওয়া হয়েছে। এই বিষয়টি জানতে পেরেই কোনওমতে পালিয়ে একটি হোটেলে আশ্রয় নেন তাঁরা। কিন্তু সেখানেও বিপত্তি। স্থানীয় প্রশাসনকে খবর দেয় হোটেলের মালিক। তারপরেই জেলে বন্দি করা হয় তাঁদের।

দীর্ঘদিন ওই ১৭ যুবকের খবর না পেয়ে স্থানীয় সাংসদের দ্বারস্থ হন তাঁদের পরিবার। লিবিয়ায় ভারতীয় দূতাবাস নেই। তাই তিউনিশিয়ার ভারতীয় দূতাবাসের তরফে জেলবন্দিদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে সোমবার দেশে ফিরেছেন ওই ১৭ যুবক। দিল্লি বিমানবন্দরে তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বাড়িতে ফিরে ফিরেছে ঘরের ছেলে। ১৭ যুবককে দেখে চোখের জলে ভেসে যান সকলেই।

[আরও পড়ুন: মিলেছে ল্যান্ডিংয়ের নিরাপদ স্থান? চন্দ্রপৃষ্ঠের বিপজ্জনক ছবি তুলল ল্যান্ডার ‘বিক্রম’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement