Advertisement
Advertisement
Arup Chakraborty

‘বাংলাদেশি বলে বাংলার ঢাকিদের গ্রেপ্তার করলে আগুন জ্বলবে,’ হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

কটাক্ষ করেও তৃণমূলের সাংসদের বক্তব্যকে কার্যত 'যুক্তিযুক্ত' বললেন বিজেপি নেতা।

TMC mp Arup Chakraborty says, dhakis from bengal should not be attacked in other states during durga puja 2025

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:August 25, 2025 8:52 pm
  • Updated:August 25, 2025 8:52 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: বাংলা এবং বাংলাভাষী ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এর মধ্যেই আসন্ন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় বাংলা থেকে বহু ঢাকি ঢাক বাজাতে ভিন রাজ্যে পাড়ি দেন। তালিকায় দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্য রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক। ভিন রাজ্যে পাড়ি দিয়ে আক্রান্ত হতে হবে না তো? আর এর মধ্যেই বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর স্পষ্ট হুঁশিয়ারি, ”বাংলার বাইরে পুজোয় বাজাতে যাওয়া ঢাকিদের যদি বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হয়, তবে আগুন জ্বলবে, সংসদ অচল করে দেব।”

Advertisement

আজ সোমবার বাঁকুড়ার তামিলিবাঁধ ময়দান সংলগ্ন এলাকায় ডোম সমাজের ডেপুটেশনকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ঢাকিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ। আর এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। পালটা কটাক্ষ ছুঁড়ে দিলেও তৃণমূল সাংসদের দাবি ‘যুক্তিযুক্ত’ বলেই কার্যত মেনে নিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার।

এদিন সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ঢাক-ঢোল বাজিয়ে সুসজ্জিত শোভাযাত্রা করেন ডোম সম্প্রদায়ের মানুষজন। তাঁদের অভিযোগ, দুর্গাপুজো কিংবা অন্যান্য উৎসব উপলক্ষে বাংলার বাইরে অনুষ্ঠানে বাজাতে গেলে প্রায়ই হয়রানির শিকার হতে হয়। অনেক সময় তাঁদের বাংলাদেশি বলে আটকানো হয় বলেও অভিযোগ। এরপরেই সভামঞ্চ থেকে অরূপবাবু বলেন, “বাংলার দুর্গাপুজো ঢাক ছাড়া কল্পনাই করা যায় না। অথচ বাংলার ঢাকিদের বারবার অপমান করা হচ্ছে। এই অপমান বরদাস্ত করা হবে না।”

অরূপবাবুর বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, “ঢাকিরা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁদের ছাড়া পুজোর ছবি অসম্পূর্ণ। তাই তাঁদের সম্মান ও সুরক্ষার দাবি একেবারেই যুক্তিযুক্ত।” তবে এ নিয়ে অযথা উত্তেজনা ছড়ানো উচিত নয় বলেও মন্তব্য বিজেপি নেতার। তাঁর কথায়, ”প্রশাসন এবং সরকারকে এগিয়ে এসে ঢাকিদের সুরক্ষা ও পরিচয় নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে এদিনের সভায় উপস্থিত ছিলেন ডোম সমাজের নেতারাও। তাঁরা ঢাকিদের সরকারি স্বীকৃতি ও পরিচয়পত্র প্রদানের দাবি জানান। তাঁদের বক্তব্য, ”পুজোর মরশুমে সারা দেশেই ঢাকিদের চাহিদা রয়েছে। অথচ পরিচয় সংক্রান্ত সমস্যার কারণে তাঁদের জীবন-জীবিকা বারবার বিপন্ন হচ্ছে।” ফলে অবিলম্বে তাঁদের সরকারি স্বীকৃতি এবং পরিচয়পত্র দেওয়ার দাবি তুলেছেন ডোম সমাজের প্রতিনিধিরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement