Advertisement
Advertisement
Anti-conversion laws

ধর্মান্তরণ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা, ৪ সপ্তাহের মধ্যে রাজ্যগুলির জবাব চাইল সুপ্রিম কোর্ট

মামলাকারীদের দাবি, যে যে রাজ্যে এই ধর্মান্তকরণ আইন পাশ হয়েছে, সব রাজ্যেই আন্তঃধর্মীয় দম্পতিদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।

Supreme Court notice to States on pleas for staying anti-conversion laws

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 16, 2025 6:44 pm
  • Updated:September 16, 2025 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপব্যবহার হচ্ছে। হেনস্তা করা হচ্ছে ভিনধর্মের যুগলদের। এই অভিযোগে একাধিক বিজেপি শাসিত রাজ্যে পাশ হওয়া ধর্মান্তরণ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলার প্রেক্ষিতে ৪ সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে মতামত দিতে বলল।

Advertisement

মামলাকারীদের দাবি, যে যে রাজ্যে এই ধর্মান্তরণ আইন পাশ হয়েছে, সব রাজ্যেই আন্তঃধর্মীয় দম্পতিদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মামলাগুলি দায়ের করেছিল, জামিয়ত উলেমা-এ-হিন্দ এবং সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস-সহ একাধিক সংখ্যালঘু প্রভাবিত সংগঠন। মামলাকারীদের মূল দাবি, অপব্যবহার রুখতে এই আইন স্থগিত রাখতে হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ জানায়, যে ন’টি রাজ্যে এই আইন পাশ হয়েছে সেই সব রাজ্যকে এ নিয়ে মতামত দিতে হবে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিসগড়, গুজরাট, হরিয়ানা এবং বিরোধীদের দখলে থাকা ঝাড়খণ্ড, কর্নাটক এবং হিমাচল প্রদেশকে নোটিস দেওয়া হয়েছে। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রাজ্যগুলির মতামত জানার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ধর্মান্তরণ নিয়ে গোটা দেশেই হইচই শুরু হয়েছে গত কয়েক বছরে। একে একে একধিক বিজেপি শাসিত রাজ্যে এই আইন কার্যকর হয়েছে। কর্নাটক এবং হিমাচলেও অবশ্য এই আইন বিজেপির আমলেই শুরু হয়। এবার সব রাজ্যের মতামত জানতে চাইল শীর্ষ আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement