Advertisement
Advertisement
Asim Munir

ফের আমেরিকা সফরে পাক সেনাপ্রধান! ভারতকে ‘শুল্কবোমা’, পাকিস্তানকে ‘জামাই আদর’ ট্রাম্পের!

ভারতের 'সিঁদুর' প্রচারের পরেও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওয়াশিংটন।

Pak army chief Asim Munir to visit America again
Published by: Kishore Ghosh
  • Posted:August 7, 2025 12:12 pm
  • Updated:August 7, 2025 12:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের, অন্যদিকে দু’মাসে দ্বিতীয়বার আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির! সব মিলিয়ে চাপে দিল্লি। মুনির মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসরগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন, যিনি অতীতে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন। ট্রাম্পের সঙ্গেও কি দেখা করবেন পাক সেনাপ্রধান? এখনও পর্যন্ত সম্পূর্ণ সফরনামা সামনে আসেনি।

Advertisement

দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের নেতৃত্ব দেন ‘ফোর স্টার’ জেনারেল কুরিল্লা। তিনিই চলতি মাসের শেষের দিকে অবসর নিতে চলেছেন। কয়েক মাস আগেই মার্কিন গোয়েন্দা তথ্য পেয়ে পাঁচ জন আইএসআইএস-খোরাসান জঙ্গিকে গ্রেপ্তারির ঘটনায় পাকিস্তানের প্রশংসা করেন কুরিল্লা। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, “সন্ত্রাসবিরোধী বিশ্বের অন্যতম অংশীদার পাকিস্তান… এই কারণেই পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি।” এহেন পাক-প্রীতির পুরস্কারও পেয়েছেন মার্কিন জেনারেল। জুলাই মাসে ইসলামাবাদ সফরে তাঁকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “নিশান-ই-ইমতিয়াজ”-এ সম্মানিত করা হয়।

পহেলগাঁও হামলা এবং সিঁদুর অভিযানের পরে ভারত যখন গোটা পৃথিবীতে পাকিস্তানের জঙ্গিবাদকে তুলে ধরতে চাইছে, সেই উদ্দেশ্যে প্রতিনিধি দলও পাঠানো হয়েছিল বহু দেশে। ঠিক সেই সময় পাক সেনাপ্রধানের প্রতি আমেরিকার ‘জামাই আদর’কে ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। বিশ্লেষকদের বক্তব্য, ভারত-পাকিস্তান নিয়ে ক্রমশ পুরনো ‘ধর্মে আছি, জিরাফেও’ আছি কৌশলে ফিরছে ওয়াশিংটন। যদিও কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির বক্তব্য, বারবার প্রমাণিত মোদি-শাহর কূটনৈতিক কৌশলে ব্যর্থ। ১৪০ কোটি দেশবাসীর স্বার্থরক্ষায় নতুন পথ খুঁজতে হবে আমাদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ